Advertisment

Koneenica Banerjee - Rannaghar: সুদীপার বদলে এবার রান্নাঘর কনীনিকার, দায়িত্ব পেয়েই কী বলছেন অভিনেত্রী?

Rannaghar Anchor Koneenica Banerjee: এতবছর ধরে রান্নাঘর সামলেছেন সুদীপা। আর এবার সেই জায়গায় থাকছেন কণীনিকা। নতুন দায়িত্ব, সঞ্চালক হিসেবে কতটা তৈরি তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
koneenica

Rannaghar: সুদীপার বদলে এবার কনীনিকা, কী বলছেন অভিনেত্রী?

বিতর্ক ঠিক কীভাবে মানুষের ভাগ্য পাল্টে দেয়, সেটা যেন বোঝা যায় সুদীপা চট্টোপাধ্যায়কে দেখলেই। সঞ্চালিকার সঙ্গে যে রান্নাঘরের সম্পর্ক এমন বদলে যাবে, সেটা ভাবনার অতীত। দীর্ঘ ১২ বছর ধরে চলেছিল সুদীপার রান্নাঘর।

Advertisment

কিন্তু, এবার রান্নাঘরের দায়িত্ব থেকে মুক্ত সুদীপা। বরং, তাঁর জায়গায় এবার জি বাংলার রান্নাঘর সামলাবেন কনীনিকা বন্দোপাধ্যায়। অভিনেত্রী সঞ্চালনা করছেন এই শো। নতুন দায়িত্ব তাঁর। এতদিন, সিরিয়াল এবং সিনেমা পাশাপাশি স্টেজ সামলেছেন। এবার রিয়ালিটি শোয়ের মঞ্চেও দেখা যাবে তাঁকে। সুদীপা চট্টোপাধ্যায় এর জায়গায় কণী, কী অনুভূতি তাঁর?

জি বাংলার রান্নাঘর থেকে এই শো হয়ে উঠেছিল সুদীপার রান্নাঘর। কিন্তু এবার সেখানে চেনা মুখ। গতবছর, ডেলিভারি বয়কে নিয়ে সুদীপা একটি বিতর্কিত মন্তব্য করেন, যার পরে অনেকেই বলেছিলেন, সুদীপা চট্টোপাধ্যায়কে রান্নাঘর থেকে বয়কট করা হোক। আর এবার হলোও তাই। কিন্তু কণীনিকা এই নতুন দায়িত্ব পেয়ে কী বলছেন?

নতুন দায়িত্ব অভিনেত্রীর? 

অভিনেত্রী জানান, অনেকবছর পর তিনি ফিরছেন ছোটপর্দায়। কিন্তু, এখনই মেগা সিরিয়াল করতে তিনি নারাজ। অভিনেত্রী জানিয়েছেন, মেগা সিরিয়াল এই মুহূর্তে করতে পারব না। অত সময় দিতে পারব না। আমার মেয়ে এখন ছোট। সবথেকে গুরুত্বপূর্ন ও। তাছাড়া, আমার গলা এখন ঠিক নেই। কোনও আপোস করতে চাই না। মা খুব অসুস্থ, সব মিলিয়ে চলছে আরকি।

তাহলে এই শো করতে রাজি হলেন কেন? বিশেষ করে এমন একটি শো, যার সঙ্গে সুদীপা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আইডেন্টিটি ক্রাইসিস হবে না? কনী জানান, তিনি তাঁর মায়ের জন্যই এই শো করতে রাজি হয়েছেন। কারণ, তিনি এই শো দেখতে ভালাবসেন। এখানেই শেষ না। সুদীপাকে রিপ্লেস করার প্রসঙ্গে তিনি আরও বলেন...

"সুদীপাকে নিয়ে আমি কিছু বলতেই চাই না। কারণ, এই শো দিয়েই পরিচিতি পেয়েছে ও। যেভাবে সঞ্চালনা করেছে বা সামলেছে, সেটা প্রশংসনীয়। বাকিটা আমি দর্শকদের ওপর ছেড়ে দিয়েছি। তাঁরা যদি আমায় ভালবাসা দেন, তাহলে নিশ্চই হবে।" উল্লেখ্য, অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল, এটা আমাদের গল্প ছবিতে। তাঁর আগে দেবের প্রধান ছবিতেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি।

koneenica banerjee Sudipa Chatterjee
Advertisment