scorecardresearch

শাড়ি কিনতে গিয়েই বিপত্তি, সিঁড়ি থেকে পড়ে হাঁটু ফুলে ঢোল ‘রান্নাঘরের’ সুদীপার!

এখন কেমন আছেন তিনি?

sudipa chatterjee, sudipa chatterjee injured, sudipa birthday
সুদীপার জন্মদিনে কী হল

রান্নাঘর কর্তৃর জন্মদিনে এ কী কাণ্ড ঘটিয়েছেন তিনি? এমন শুভ দিনের আগে নাকি বিরাট চোট পেয়েছেন। কেমন জন্মদিন কাটছে তাঁর? বিশেষ কিছু তো থাকবে অবশ্যই।

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন গোটা দিন হইহুল্লোড় করেই কাটবে। কিন্তু এসবের মাঝেও তাঁর যেন দুঃখের শেষ নেই। বড্ড জোর চোট পেয়েছেন যে! শাড়ি কিনতে গিয়েই বিপদ ঘটিয়েছেন তিনি। না না, নিজের দোকানে একেবারেই নয়! বরং পছন্দের দোকানে শাড়ি কিনতে গিয়েই বিপত্তি। অভিনেত্রী জানিয়েছেন, শাড়ি কিনতে গিয়েই কাল হয়েছে তাঁর।

জন্মদিন বলে কথা, তাছাড়াও শাড়ির ওপর অমোঘ আকর্ষণ। জন্মদিনে নতুন পোশাক না পড়লে হয়? অভিনেত্রী জানান, ভীষণ বাজে ভাবে পড়ে গিয়েছেন, দুটো হাঁটুতে খুব ব্যাথা পেয়েছেন তিনি। হাঁটু ফুলে ঢোল অভিনেত্রীর। ফলেই খুব একটা সুখকর জন্মদিন তাঁর কাটছে না এবার। যেহেতু পায়ে চোট লেগেছে তাই এবার  বরের দেওয়া শিফন শাড়ি একেবারেই পড়া সম্ভব নয়, কিন্তু নতুন জামা তিনি অবশ্যই পড়বেন।

উল্লেখ্য, তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজনে খামতি থাকে না একেবারেই। সকাল রাত মিলিয়ে ভুরিভোজ ছাড়াও, ছেলে আদিদেব এদিন সম্পূর্ন পার্টি মোডে থাকে। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর শো রান্নাঘর। দীর্ঘ ১২ বছর ধরে তিনি সঞ্চালনা করেছেন এই শো। এখন নিজের বুটিকের দিকেও তাঁর মন রয়েছে সঙ্গে পরিবারের দিকেও খেয়াল রাখতে ভুল হচ্ছে না।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Rannaghor sudipa chatterjee hurted herself on steps