RG Kar Rape Case: সালটা ২০২৪। কিন্তু আজও এই দেশে নারী সুরক্ষার কোনরকম কোন গল্প নেই। স্বাধীনতার ৭৭ বছর পরও মেয়েরা আজও পরাধীন। রাস্তায় বেরোলে তাদের কোন সুরক্ষা নেই। এমনকি নিজের বাড়িতেও তারা সুরক্ষিত নয়।
যে ঘটনা শেষ কিছু দিনে ঘটে গিয়েছে, তাতে সারা দেশের মানুষের ঘেন্না হওয়া উচিত এমনটাই মনে করেন বেশিরভাগ। নির্মমভাবে একজন জুনিয়ার ডাক্তারের মৃত্যু, নাড়িয়ে দিয়ে গেছে গোটা দেশকে। মানুষ রাস্তায় নেমে এসেছে প্রতিবাদের ঝড় তুলতে। কিন্তু তারপরেও কিছু মানুষের যেন, বিন্দুমাত্র আক্কেল জ্ঞান নেই। অন্তত এমনটাই জানিয়েছেন অভিনেতা, রনজয় বিষ্ণু।
একজন জুনিয়র ডাক্তার তথা একজন মেয়ের, এরম ভয়ংকর মৃত্যু আত্মা কাঁপিয়ে দিয়েছে অন্যান্য মেয়েদের। আর সেখানে দাঁড়িয়ে কিছু মানুষ রিলস বানাচ্ছে। যে দেশে আইন অনুযায়ী ধর্ষিতার নাম এবং ছবি ভাইরাল করা একেবারেই অপ্রাসঙ্গিক, এখানে সেই মেয়েটির ছবি দিয়ে তারা বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে। তুলে ধরছে নক্কারজনক ঘটনার নানান ছবি। আর এতেই চূড়ান্ত আপত্তি রয়েছে রনজয়ের। এই ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছেন তিনি।
সমাজমাধ্যমে এসে সকলের উদ্দেশ্যে বললেন, "আপনারা যেটা করছেন না সেটা ধিক্কারজন। এখনকার দিনে যারা মিথ্যা কথা বলে তাদের ঘটনা নিয়ে পাবলিসিটি করা হয়। কিন্তু ছবিটা ছড়িয়ে দেওয়া বন্ধ করুন। অনেক হয়েছে। আমি দু তিনটে ভিডিও হুট করে দেখে ফেললাম, ভাবলাম কেন দেখলাম। এটাকে কেন্দ্র করে রিল বানাচ্ছে। এই ঘটনা হয়েছে, সেটা অন্য একটা মেয়ে সেটার অভিনয় করছে, পাগল হয়ে গেছেন নাকি। মনুষ্যত্বের রংটা কি লোপ পেয়েছে আপনাদের?"
অভিনেতা আরো বললেন, "আর একটা কথা আমি বলতে চাই রাজনীতির রংটা দয়া করে এর সঙ্গে লাগাবেন না। অন্তত এই বিষয়টাকে ছেড়ে দিন। সারা দেশ কেঁপে উঠেছে এই ঘটনায়। আমি হাত জোড় করে অনুরোধ করছি এর মধ্যে কোন রকম রাজনৈতিক রঙ লাগাবেন না। এই ননসেন্স কাজকর্মগুলো বন্ধ করুন। আর নেওয়া যাচ্ছে না।"
এই রাজ্যে জাস্টিস হয় না একথা আগেই বলেছিলেন অনুপম রায়। শুধু রাজ্য নয় বরং দেশেও নির্ভয়া কাণ্ডের পর, আট বছর অতিক্রান্ত হওয়ার পর জাস্টিস মেলে। যেখানে একজন মেয়ের নিরাপত্তা নেই, সেখানে জাস্টিস চাওয়াটাই একটা বিরাট ব্যাপার এমন কথাই বলেছিলেন বহু মানুষ। রণ ঠিক একই কথা বলে দিলেন।
অভিনেতা বললেন, "আমরা জানি না এখনো যে আদৌ জাস্টিস পাব কিনা। এর আগে আপনারা দেখেছেন আট বছর সময় লেগে গিয়েছিল। পৃথিবীর অন্যান্য সমস্ত দেশে কয়েক ঘণ্টার মধ্যে এরকম ভিন্ন ঘটনা জাস্টিস পাওয়া যায়। আমাদের দুর্ভাগ্য যা আমরা সেই বিচারটা পাচ্ছিনা।"