Advertisment
Presenting Partner
Desktop GIF

Ranojoy Vishnu: প্রেমিকাদের ATM কার্ড ভাবেন? সোহিনী বন্ধু সায়ন্তনীর অভিযোগের পাল্টা উত্তর দিলেন রণজয়

সায়ন্তনীর অভিযোগের পর কী বললেন রণজয়?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bengal actor ranojay Vishnu issued notice by sohini sarkar and sayantani guhathakurta

sohini-Ranojoy: আইনি ঝামেলায় ফাঁসলেন রণজয়?

অভিনেতা রনজয় বিষ্ণু শেষ কিছুদিন ধরে চর্চায়। সোহিনী এবং শোভনের বিয়ের পর থেকে তাঁকে নিয়ে নানা শোরগোল। এরইমধ্যে সোহিনীর কাছের বন্ধু সায়ন্তনী গুহঠাকুরতা এমন কিছু বলে বসেছেন, যে কারণে রণ বেশ অস্বতিতে।

Advertisment

অভিনেতা এর আগেও বলেছিলেন, সোহিনী এবং শোভন যেখানে ভাল আছেন, আমি ভাল আছি। বাকিদের কীসের এত সমস্যা? কিন্তু সায়ন্তনী তাঁর পোস্টে জানিয়েছিলেন, মেয়েদের নাকি তিনি এটিএম কার্ড ভাবেন। আর সেরকম একটা সোনার ডিম পাড়া হাঁস চলে গেলে একটু তো সমস্যা হবেই।

এই মন্তব্যের খাতিরে অভিনেতার আত্মসম্মান নিয়ে প্রশ্ন উঠছে। কেউ কেউ তো এমনও বলছেন, রণজয় নানা সময় নানা অভিনেত্রীদের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন। একসময় শ্যামৌপ্তির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। আবার, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের ক্ষেত্রে তো মিশমী দাসের সঙ্গে এমনিও তাঁর সম্পর্কের জলঘোলা হয়। সেটা পুরোটাই গুঞ্জন বলে দাবি করেন তাঁরা। আর এবার প্রাক্তন প্রেমিকা শোহিনীর বিয়ের পর থেকেই আলোচনা...

তিনি যে প্রেমিকাদের এটিএম কার্ড ভাবেন, এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রণজয় জানিয়েছেন, "আমায় নিয়ে সবটাই রটে। যেটায় ৮০% জল মেশানো। আমায় নিয়ে যে নতুন কত সম্পর্কের সূচনা হয় আমি নিজেই জানি না। কাজ নিয়ে কেন এতকথা কেউ বলে না আমি জানি না। সবসময় দুইয়ে দুইয়ে চার করা কি ঠিক? প্রেম করলেই এসব গসিপ?"

যদিও, অভিনেতা জানিয়েছেন, একসময় অনেক ভাবতেন। এখন আর ভেবে সময় নস্ট করতে চান না। যা ভবিতব্য তাই হবে। উল্লেখ্য, সোহিনী এবং শোভন তাদের দেখা হওয়ার একবছরের মধ্যেই বিয়ে করেছেন। সেখানে, উপস্থিত ছিলেন তাঁদের কাছের অনেকেই। গায়ে হলুদ, মালাবদল সিঁদুরদান সবমিলিয়ে বেশ সুন্দর সব নিয়ম মেনেই বিয়ে করেছেন তাঁরা।

ranojoy vishnu tollywood bollywood Entertainment News Sohini Sarkar
Advertisment