/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/ranojay.jpg)
rano and mishmee: সম্পর্ক নিয়ে নাজেহাল রণ-মিশমি, বললেন...
Ranojoy-Mishmee taken step: রণজয় এবং মিশমির সম্পর্ক নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। একসঙ্গে কাজ করা দুর্বিষহ হয়ে উঠছে দুই তারকার। টেলিভিশনের জনপ্রিয় মুখ দুজনেই। তাঁর মধ্যে দুজনের ব্যক্তিগত বিষয়ে এত কাটাছেঁড়া! কটু কথা শুনতে শুনতে নাজেহাল তারা।
তাই তো, আজ বেলা গড়াতেই দুজন মিলে সোশ্যাল মিডিয়ায় এলেন। কিছু বক্তব্য রাখলেন। ঝামেলার সূত্রপাত একদম সামান্য একটা কারণেই। বিয়েবাড়ি খেতে গিয়ে এমন নজরে পড়লেন তারা যে নানা ঝামেলার শুরু সেখান থেকেই। রণজয় এর আগেও তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা কথা বলেছিলেন। মিশমীর সঙ্গে যে কেবল বন্ধুত্ব একথাও জানিয়েছিলেন তিনি।
কিন্তু তারপরেও নানা আলোচনা এবং সমালোচনা রয়েই গিয়েছে। অবশেষে, মিশমি ও রণ খোলসা করলেন সম্পূর্ন বিষয়টি। আজও সমাজে তাঁদের সম্পর্ক নিয়ে যে ধরনের কথা উঠছে তাতে ভিরমি খাচ্ছেন দুজনে। রণজয় বললেন...
আরও পড়ুন - Pori Moni: ফ্রিজের ভেতর এ কীসব লুকিয়ে রেখেছেন পরীমণি! মধ্যরাতে ফাঁস হল আসল তথ্য…
"কিছুদিন ধরেই একটা বিষয় রটেছে। এবং এত বাজে ভাবে যে সেটা আমাদের ব্যক্তিগত স্তরে আঘাত করছে। আমরা একটা ভুল করে ফেলেছিলাম একসঙ্গে বিয়ে বাড়িতে খেতে গিয়েছিলাম। ভুল হয়ে গিয়েছে। যাই হোক, আমি জানি না আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেন এত কাটাছেঁড়া হয়। আমাদের এবার রেহাই দিন। এখনও আমাদের সমাজে একটা মেয়েকে নিয়ে কথা বলা খুব সহজ। কিন্তু সেটা একদম ঠিক না। আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক সেটায় আঘাত আসছে।"
আরও বলেন, "আমাদের বন্ধুরা ফোন করে জানতে চাইছে কী হচ্ছে। এগুলো ঠিক না। এটা বেআইনি, খবরটা খুব বাজে ভাবে রটছে। আমাদের মধ্যে কলিগ বা বন্ধু ছাড়া আর কোনও সম্পর্ক নেই।" অন্যদিকে রণজয়ের কথায় সহমত জানালেন মিশমী। সোজা বললেন...
"আমাদের নির্দিষ্ট কথা তুলে তুলে অনেক কিছু হয়। এটা করবেন না। যদি কোনো প্রশ্ন থাকে তবে, আমাদের মেসেজ করুন। ফোন করুন। আমরা উত্তর দেব। কারণ, ব্যক্তিগত জীবন খারাপ হলে অনেক ক্ষতি হয়। তাই বাধ্য হলাম।"
উল্লেখ্য, দুজনের মধ্যে আস্তে ধীরে প্রেমের সম্পর্ক জন্ম নিচ্ছে এমন কথা শোনা গিয়েছিল। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের সেট থেকেই তাদের মধ্যে নাকি সম্পর্কের সূত্রপাত। যদিও একথা বারংবার অস্বীকার করেছেন তারা দুজনেই।