/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/rano.jpg)
Ranojoy- কী হল হঠাৎ রণজয়ের সঙ্গে?
তারকাদের নাম করে, টাকার প্রতারণার ঘটনা নেহাতই নতুন নয়। এবার সেই ফাঁদে রনজয় বিষ্ণু। টেলিভিশন তারকার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে কারচুপি! প্রকাশ্যে জানালেন রনজয়।
অভিনেতা টেলিভিশনের পাশাপশি, সিনেমার দুনিয়াতেও বেশ জনপ্রিয়। বনবিবি সিনেমায় তাঁর ভূমিকা পুলিশ অফিসারের। পর্দার অনিকেত এবার মুখ খুললেন নিজের নামে প্রতারনা শুনেই। যে বিষয়ে তিনি নিজেও জানতেন না। জুনিয়র আর্টিস্টদের তরফে খবর পেয়েই নড়েচড়ে বসলেন। সোজা ভিডিও বানিয়ে আসল কথা জানালেন। কী বললেন রণ?
অভিনেতা বলেন, "একটি সতর্কীকরণ ভিডিও আমি বানাচ্ছি। কিছু খবর পেলাম। সেখান থেকেই জেনে শুনে বলছি। কোনও সত্যি মিথ্যে আমি যাচাই করি নি। শুনেছি, একটি প্রোডাকশনের তরফে আমার একটি লুক টেস্টের ছবি দেখিয়ে অভিনয়ের সুযোগ দেওয়ার মতো কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, লিড কিংবা মূল চরিত্রে সুযোগ দেওয়া হবে বলে তাঁদের একজনের থেকে ৬০ লক্ষ, আরেকজনের থেকে ১২-১৩ লাখ টাকা নেওয়া হয়েছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি।"
"বলতে গেলে এমন লুক টেস্ট আমরা অনেক করি। কিন্তু পরে হয়তো সেটা আর ওয়ার্ক করে না। টাকাপয়সা, তারিখ অনেককিছু কারণ থাকে তাঁর পিছনে। কিন্তু, এই যে টাকা নেওয়ার বিষয়টি সেটা আমি জানতাম না। এবং আমি সেই প্রজেক্টটির সঙ্গে জড়িয়ে নেই। তাই পুরোটাই ভুয়ো। আর রইল বাকি টাকার কথা। এসব বিষয়ে বিনিয়োগ করবেন না। ভাল পরিচালকদের সঙ্গে কথা বলুন। নিজেকে তৈরি করুন। ট্যালেন্ট যদি আপনার থেকে থাকে তবে, অবশ্যই কাজে দেবে। কিন্তু এহেন বোকামি করবেন না।"
প্রসঙ্গত, অভিনেতা এই ভিডিও শেয়ার করে নিজের চরম অশান্তির কথাও জানালেন। তাঁর কথায়, কেন যে এইসব ট্র্যাপে পা দিচ্ছেন, জানি না। আমি কেবল এই একটি সিরিয়াল করছি। আর পাশাপাশি সিনেমা - Ott এগুলোর কাজ চলছে। বর্তমানে তিনি অনিকেতের ভূমিকায় জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে কাজ করছেন।