Ranveer Alhabadia Issue: মা-বাবার যৌন মিলন নিয়ে মন্তব্যের জেরে মামলা দায়ের, 'একটু মনুষ্যত্ব দেখান..', আদৌ ক্ষমা চাইলেন রণবীর?

Ranveer Alhabadia Backlash: সম্প্রতি যে ধরনের মন্তব্য রণবীর করেছেন, বিশেষ করে বাবা মায়ের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এবং তাঁদের যৌন মিলন তুলে কথা বলেছেন। এই শো এবং রণবীর সময়ের বিরুদ্ধে মামলা দায়ের করার পর মুম্বাই পুলিশ খার স্টুডিওতে উপস্থিত হন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
ranveer alhabadia backlash indian youtuber mumbai police

Ranveer Alhabadia: তীব্র আক্রমনে জেরবার রণবীর কী বলছেন? Photograph: (Instagram)

Ranveer Alhabadia backlash: পাবলিক রোষানলের শিকার রণবীর অলাহাবাদিয়া। ইউটিউবার মজার ছলে যে এমন ভয়ঙ্কর মন্তব্য করে বসবেন, যেন কেউ ভাবতেও পারেননি। তিনি সময় রায়নার শোয়ে গিয়েই অতীব বিতর্কিত মন্তব্য করে বসেন। এমনকি তাঁদের বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে। একথা, অনেকেই জানেন সময় এর শো এবং সেখানে ডার্ক হিউমারের অর্থে অত্যন্ত নিম্নমানের মন্তব্য ঘিরে মাঝে মধ্যেই নানা আলোচনা হয়।

Advertisment

তবে, সম্প্রতি যে ধরনের মন্তব্য রণবীর করেছেন, বিশেষ করে বাবা মায়ের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এবং তাঁদের যৌন মিলন তুলে কথা বলেছেন, তাতেই বেশিরভাগ ক্ষেপে আগুন। এমনকি জানা যাচ্ছে, এই শো এবং রণবীর সময়ের বিরুদ্ধে মামলা দায়ের করার পর মুম্বাই পুলিশ খার স্টুডিওতে উপস্থিত হন। নেতা মন্ত্রী থেকে আন্দোলনকারী সকলেই সেই প্রসঙ্গে ধিক্কার জানিয়েছেন। জানা যাচ্ছে, এক এক্টিভিস্ট মুম্বাইয়ের বান্দ্রা কোর্টে সময় এবং রণবীরের নামে মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন এরা মজার নামে কন্টেন্ট এর নামে অশ্লীলতা এবং নিম্নমানের তথ্য ছড়াচ্ছেন।

আসলে কী বলেছিলেন রণবীর?

সময়ের শোয়ে বেশিরভাগ সময়ই অশ্লীল জোকস এবং মন্তব্য করে থাকেন তারকারা। এমনকি, সেক্স্যুয়াল বিষয়ক কথাবার্তাতেও একদম লাগামছাড়া শোয়ের নির্মাতারা। সেরকমই রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, তুমি তোমার বাবা মায়ের মধ্যে যৌন মিলন দেখতে চাও সারাজীবনের জন্য? নাকি সেখানে অংশগ্রহণ করেন প্রথমদিনই সেটা বন্ধ করতে চাও? আর এই মন্তব্যের জেরে রণবীরের ভয়ঙ্কর পরিস্থিতি।

Advertisment

আরও পড়ুন  -  Youtuber Ranveer Alhabadia: 'মা-বাবার যৌন মিলন দেখবে নাকি...', বেলাগাম রণবীর, অশ্লীলতার সীমা ছাড়ালেন..

ক্ষমা চেয়ে কী বলছেন রণবীর?

অবশেষে, নিজের ভুল বুঝতে পেরে রণবীর সমাজ মাধ্যমে পোস্ট করে বসেছেন। একটি ভিডিওর মাধ্যমেই তিনি তাঁর মনের কথা বলে বসেছেন। তিনি অত্যন্ত গাঢ় শব্দে ক্ষমা চাইলেন তাঁর সঙ্গে বললেন...

"আমার মন্তব্যটা শুধু ভুল নয়, বরং এটা হাসির বিষয়ক একেবারেই ছিল না। আমি শুধু সবার কাছে ক্ষমা চাইছি। অনেকেই আমায় জিজ্ঞেস করেছেন যে আমি সত্যিই এভাবে আমার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করতে চাই কিনা। কিন্তু, একেবারেই এভাবে আমি আমার প্লাটফর্মকে ব্যবহার করতে চাই না। যেটা ঘটেছে, তাঁর জন্য কোনও জাস্টিফিকেশন দেওয়ার অর্থই নেই। আমি ভুল করেছি এবং আমি ক্ষমা চাইছি। আমার দোষ ছিল। পডকাস্ট সবাই দেখেন। আর আমি সেই সব প্ল্যাটফর্মে পরিবার নিয়ে মন্তব্য করব, এমন ইচ্ছে খুব কমই থাকে।"

কী পদক্ষেপ নিচ্ছেন তিনি?

তিনি বলছেন, আমি এটাই শিখলাম এই প্ল্যাটফর্মের ভাল ব্যবহার করতে হবে। আমি কথা দিচ্ছি, আরও ভাল কাজ করার চেষ্টা করব। নির্মাতাদের বলেছি এই ভিডিও ক্লিপটি এপিসোড থেকে সরিয়ে দিতে। আমি ক্ষমা চাইছি, আসা করছি মানুষ হিসেবে আমায় ক্ষমা করে দেবেন।

যদিও কানাঘুষো শোনা যাচ্ছে, গায়ক বি প্রাক রণবীরের সঙ্গে পরবর্তী এপিসোড বাতিল করেছেন। তিনি এমনটাই অভিযোগ করেছেন, যে এই ধরনের কথাবার্তা আমাদের সংস্কৃতির অংশ নয়। আমরা সেই কারণেই রণবীরের সঙ্গে আমাদের এপিসোড এর শুটিং ক্যানসেল করেছি।

Youtuber viral youtuber