Ranveer Allahbadia Latest news: মজা করতে গিয়ে পুরো ফেঁসে গিয়েছেন 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া। তাঁর ক্ষেত্রে এখন ওই কথাটা একদম প্রযোজ্য, মজা যখন সাজা। সোশ্যাল মিডিয়ায় তিনি দারুণ জনপ্রিয়। কিন্তু, একটি রিয়্যালিটি শোয়ে প্রতিযোগীকে মা-বাবার সঙ্গম সংক্রান্ত অশ্লীল প্রশ্নের জেরে এক লহমায় জীবনটা পুরো লন্ডভন্ড। রণবীরের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়।
'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট' -এ রণবীর এক প্রতিযোগীকে প্রশ্ন করেন, 'তুমি কী তোমার বাবা-মায়ের সঙ্গম দেখতে চাও নাকি একবার সেখানে যোগ দিয়ে চিরকালের মতো তা বন্ধ করে দিতে চাও'। এই মন্তব্য ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। ক্ষমা চাইতে বিন্দুমাত্র বিলম্ব করেননি। কিন্তু, বিতর্কিত মন্তব্যের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন রণবীর এলাহবাদিয়া। শুধু তাই নয় তাঁর মায়ের ক্লিনিকে রোগী সেজে ঢুকে পড়ছে অনেকে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত রণবীর।
তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। একটি বিবৃতিতে জানিয়েছেন, তিনি পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতা করার পরও হুমকি আসা বন্ধ হয়নি। কেউ বলছেন তাঁকে মেরে ফেলবেন তো কেউ আবার পরিবারের ক্ষতি করার হুঁশিয়ারি দিচ্ছে। ভয়ে একেবারে শিটিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া সেনসেশন রণবীর এলাহবাদিয়া। মায়ের ক্লিনিকে রোগী সেজে মানুষ ঢুকে পরতেই আরও ভয় পাচ্ছেন রণবীর।
পোস্টের শেষে অবশ্য লিখেছেন, 'তবুও আমি হাল ছেড়ে দিচ্ছি না। ভয়ে পালিয়ে যাচ্ছি না। পুলিশ ও প্রশাসনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে।' সোশ্যাল মিডিয়া পোস্টে রণবীর ক্ষমাপ্রার্থনা করেছেন। ভুল স্বীকার করে বলেছেন, 'আমি ও আমার টিম পুলিশের সঙ্গে সব রকম সহযোগীতা করছি। সমস্ত নিয়মকানুন মেনে চলব। বাবা-মাকে নিয়ে করা মন্তব্য অত্যন্চ অসংবেদনশীল ও অসম্মানজনক। তাই আমি মন থেকে ক্ষমা চাইছি। নিজেকে ভাল মানুষ হিসেবে গড়তে চাইছি। আমি প্রচুর হুমকি পাচ্ছি।'
আরও লেখেন, 'কেউ বলছে আমাকে মেরে ফেলবে। কেউ আবার পরিবারের ক্ষতি করার হুঁশিয়ারি দিচ্ছে। আমার মায়ের ক্লিনিংয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি রোগী সেজে ঢুকে পরছে। বুঝতে পারছি না কী করব। খুব ভয় করছে। তবে আমি পিছু হটছি না। পুলিশ-প্রশাসনের উপর আমার ভরসা আছে।' শনিবার মুম্বই পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কমেডিয়ান রণবীরের বিতর্কিত মন্তব্যের তদন্তে সময় রায়নাকে আগামী ১০ মার্চের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।'