Ranveer Allhabadia: যৌন মন্তব্যের কারণেই ব্যক্তিগত জীবন রসাতলে? রণবীরকে ত্যাগ করলেন তাঁর অভিনেত্রী প্রেমিকা?

Ranveer Allahbadia Backlash: রণবীর বাবা মায়ের সম্পর্ক এবং যৌন মিলন নিয়েই অশ্লীন মন্তব্য করে বসেন। যার জেরে অনেকেই রেগে আগুন। কী করে এহেন কান্ড করলেন তিনি? মজার ছলেই বা কি করে তিনি এহেন বক্তব্য রাখেন, সেই নিয়েই আলোচনা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ranveer allahbadia girlfriend left him?

Ranveer's Girlfriend: রণবীরের মন্তব্যে ক্ষুব্ধ তাঁর প্রেমিকাও? Photograph: (Instagram)

 চারিদিকে যা ঘটে চলেছে, এটুকু বোঝা যাচ্ছে রণবীর এলাহাবাদিয়া ভীষণ খারাপ ভাবে ফেঁসেছেন। এই ভারতীয় ইউটিউবারকে নিয়ে যে ধরনের মন্তব্য করছেন দেশবাসী, কিংবা তারকারা তাঁদের বক্তব্য ঠিক এমনই, রণবীর কী করে ভারতীয় সংস্কৃতির অপমান করলেন? এখানেই শেষ না। কেউ কেউ তো তাঁর শোয়ে যাওয়ার প্ল্যানিং ক্যানসেল পর্যন্ত করলেন।

Advertisment

উল্লেখ্য, রণবীর বাবা মায়ের সম্পর্ক এবং যৌন মিলন নিয়েই অশ্লীন মন্তব্য করে বসেন। যার জেরে অনেকেই রেগে আগুন। কী করে এহেন কান্ড করলেন তিনি? মজার ছলেই বা কি করে তিনি এহেন বক্তব্য রাখেন, সেই নিয়েই আলোচনা। যেই রণবীর নিজের পডকাস্ট শোয়ে এমন সব মানুষদের নিয়ে আসতেন, যাদের থেকে অনেক কিছুই জানা যেত। কিন্তু, বর্তমানে আদৌ সেরকম কিছু সম্ভব হবে কিনা সেটাও প্রশ্ন।

অন্যদিকে, জানা যাচ্ছে এই সমস্যার কারণে নাকি ব্যক্তিগত সম্পর্কেও ডামাডোল রণবীরের। কাছের মানুষটিকে যাকে এতদিন সকলের থেকে দূরে সরিয়ে রেখেছিলেন, তিনি নাকি তাঁর জীবন থেকে সরে দাঁড়িয়েছেন। আসলে রণবীর তাঁকে লুকিয়ে রাখলেও অনেকেই ধরে নিয়েছেন যে অভিনেত্রী নিক্কি শর্মা যিনি বর্তমানে জনপ্রিয়, তিনিই নাকি তাঁর প্রেমিকা। এক প্রেমিকার সঙ্গে একসময় জলে ডুবতে ডুবতে বেঁচেছিলেন তিনি। সেই নিক্কি শর্মা নাকি, রণবীরকে সমাজ মাধ্যমে আনফোলো করেছেন?

রিপোর্ট বলছে, দুজনে একসঙ্গে যে সময় কাটিয়েছেন সেসব ভুলে নাকি এমন এক পোস্ট করেছেন, যাতে অনেকেই ধরে নিয়েছেন যে রণবীরের এহেন মন্তব্যের কারণেই নাকি তিনি সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। নিক্কি পোস্ট করেছিলেন, আপনার শরীর কেবল খাবারকে প্রত্যাখ্যান করে না, এটি শক্তিকেও প্রত্যাখ্যান করে। যদি আপনার শরীর এবং মন নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট লোক বা জিনিসগুলি প্রত্যাখ্যান করতে শুরু করে তবে সেটিকে বিশ্বাস করুন এবং শুনুন।

Advertisment

আর তারপরই বেশিরভাগ দাবি করেছেন এই পোস্ট নিক্কি করেছেন কারণ, তিনি রণবীরের প্রতি বিরক্ত এবং সেখান থেকে সরে এসেছেন। যদিও বা জনগণের সামনে সেই নিয়ে প্রকাশ্যে তাঁরা কিছু জানাননি।

Youtuber viral youtuber