Ranveer aka Beerbiceps: 'ভারত এবং ভারতের মানুষগণ', আমায় একটা সুযোগ দিন সময় রায়নার শোয়ে বাবা-মায়ের সঙ্গম নিয়ে অশালীন মন্তব্যের পরেই রণবীরের ডাউনফল দেখেন অবাক হয়েছিলেন বেশিরভাগ। নিজের শোয়ের মাধ্যমেতিনি যেটুকু ভালবাসা এবং জনপ্রিয়তা পেয়েছিলেন মুহূর্তেই যেন সব হারিয়েছিলেন। কিন্তু তিনি আবার ফিরেছেন। রনবীর আলাহাবাদিয়া অর্থাৎ দ্যা বিয়ার বাইসেপ্স এর ইউটিউবের জগতে যে পুনর্জন্ম হয়েছে সেকথা তিনি আগেই জানিয়ছিলেন।
এদিকে আইনি ফ্যাসাদ, গণ্ডগোল মেটানোর পর তিনি মোক্ষের পথে হেঁটেছেন। মুহূর্তেই হারানো জনপ্রিয়তা ফিরে পাওয়া নেহাতই সহজ না। কিন্তু, নতুনভাবে যে ফিরেছেন তিনি, সেখানে নিজের করা অন্যায় প্রসঙ্গে আবারও মুখ খুলেছেন। তাঁর পডকাস্টে হাজির হয়েছিলেন মোটিভেশানাল স্পিকার পালগা রিনোপছে। সেখানেই নানা বিষয়ে তিনি কথা বলেন। শুধু তাই নয় কঠিন সময়ে কীভাবে তিনি সবকিছুর মোকাবিলা করলেন, ঈশ্বরের পথে নিজেকে কীভাবে চালনা করলেন সেটাই জানালেন তিনি।
তাঁকে বলতে শোনা গেল, "শেষ ৩-৪ বছরে যে ধরণের গ্রোথ আমি দেখেছিলাম, কিছু অসাধারণ সুন্দর মুহূর্তের সাক্ষী থেকেছিলাম আমি। তখন শুধু ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলাম আমি। এবং কোনোদিন প্রশ্ন করিনি যে কেন হচ্ছে? এ জন্য যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি ধরে নিয়েছিলাম যে কিছু তো একটা করেছি যার জন্য আজকে আমায় এটা ফেস করতে হচ্ছে। কিন্তু দুনিয়া-সমাজ এবং মানুষকে আমি খুব ভাল চিনতে শিখেছি। আমি শুধু এখন কাজ করতে চাই।"
এরপরই উল্টো দিকের মানুষটার তরফে কিছু আশার বাণী শোনেন তিনি। কী পরামর্শ পেলেন তিনি? কী ভাবে জীবন কাটাতে চলেছেন?
'মানুষ তো ভুল করবেই। কিন্তু আসল বিষয় হল সেটিকে বুঝে এবং মেনে নিয়ে ক্ষমা চাওয়া সঙ্গে এগিয়ে যাওয়া। যদি বিরাট বড় অন্যায় কেউ না করে থাকে, তাহলে মুভ অন করতেই হবে। আর আমাদের সমাজ এমনই। দোষ করার পর কেউ যদি আন্তরিক ভাবে ক্ষমা চায় তো তাঁকে ক্ষমা করেও দেয় সকলে।" রনবীরের উদ্দেশ্যে এমনই বলেন সেই স্পিকার।