Advertisment

Ranveer-Deepika Daughter Face: মেয়ের জন্মের পর প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি, দুয়ার মুখ দেখিয়ে কী বললেন রণবীর-দীপিকা?

Dua Padukone Singh: অপেক্ষার অবসান। রণবীর-দীপিকা প্রকাশ্যে আনলেন একমাত্র মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের মুখ। মেয়ের মুখ প্রকাশ্যে এনে কী বললেন সেলেব পেরেন্টস?

author-image
IE Bangla Web Desk
New Update
https://www.instagram.com/p/DD7DjkxIHPT/?utm_source=ig_embed&ig_rid=ace441d0-0958-42bb-bfbc-6d4b0a877f60

দুয়ার মুখ দেখিয়ে কী বললেন রণবীর-দীপিকা?

Ranveer-Deepika Daughter Dua Padukone Singh Face: দিনটা ছিল ৮ সেপ্টেম্বর। রণবীর-দীপিকার ঘর আলো করে এসেছে লক্ষ্মীসোনা দুয়া। দীপবীরের মেয়েকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্ত থেকে বন্ধুবান্ধব, ইন্ডাস্ট্রির সহকর্মীরা। ছোট্ট দুয়ার মুখ দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত জুটির অনুরাগীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর-দীপিকার একরত্তি মেয়ে দুয়ার AI ছবি। এর মাঝেই মেয়ের মুখ দর্শন করালেন সেলেব পেরেন্টস। মুম্বইয়ে নিজের আবাসনের ক্লাব হাউজে হাতে গোনা কিছু সেলেব পাপারাৎজ্জিদের নিমন্ত্রণ করেছিলেন তারকা দম্পতি। সেখানেই মেয়ের মুখদর্শন করালেন দীপবীর। তবে হাতজোড় করে ছবি শিকারিদের কাছে একটি বিশেষ অনুরোধ করেছেন রণবীর সিং। 

Advertisment

সেলেব পাপারাৎজ্জিদের সঙ্গে মা-বাবা হওয়ার খুশি ভাগ করে নিয়েছেন রণবীর-দীপিকা। ঘরে লক্ষ্মীর আগমনে রণবীরের আনন্দকে যে আরও একটু তোল্লাই দিয়েছে সে কথা নিজেই জানিয়েছেন  অভিনেতা। যে পাপারাৎজ্জিরা সেখানে উপস্থিত ছিলেন তাঁরা দীপবীরের আপ্যায়নে খুশি।

 ওই প্যাপেরাই জানিয়েছেন, রণবীর তাঁদের সামনে হাতজোড় করে অনুরোধ করেছেন, কেউ যেন মেয়ের ছবি ক্যামেরাবন্দি না করেন। সেলিব্রেশন শুরুর কিছু সময় পরই যোগ দেন গ্ল্যামারাস মম দীপিকা পাডুকোন। সকলের সঙ্গে হাসি মুখে কথা বলেছেন বলিউডের মস্তানি। উল্লেখ্য, দুয়ার জন্মের পর প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি হলেন দীপবীর।

Advertisment

বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের শো দেখে ফেরার সময় রাজকন্যাকে বুকে আগলে বিমানবন্দরে পৌঁছেছিলেন দীপিকা। রাজকন্যার মুখ কোনওভাবেই দেখতে দেননি রণবীর ঘরণী। তবে সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিল একরত্তি দুয়ার ছোট্ট দুটি হাত।

বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ই উপচে পড়েন ছবিশিকারিরা। ভিড়ের মাঝেও মাতৃক্রেড়ে আগলে রেখেছিলেন মেয়েকে। মুখ কিন্তু, কোনওভাবেই দেখতে দেননি দীপিকা। মেয়ের জন্মের পর মাতৃত্বকালীন সুখ একেবারে চেটেপুটে উপভোগ করছেন। 

অন্তঃসত্ত্বা অবস্থায় শ্যুটিং থেকে সিনেমার প্রচার সবটাই করেছেন দীপিকা। কিন্তু, মা হওয়ার পর নিজেকে আপাতত মেয়ের সঙ্গেই পুরো সময়টা কাটাচ্ছেন বলিউডের মস্তানি। দুয়ার জন্মের পর মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত সিংহম এগেইন। লেডি সিংহমের ভূমিকায় দর্শকের প্রশংসা কুড়িয়েছেন দীপিকা।

রণবীরের হাতে রয়েছে বেশ কিছু প্রজেক্ট। ফারহীন আখতারের 'ডন ৩'। এই ছবিতে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে। এছাড়াও আদিত্য ধরের থ্রিলার ভিত্তিক মুভি 'ধুরন্ধর'-এ অভিনয় করতে দেখা যাবে ড্যাডি কুল রণবীর সিংকে। 

bollywood movie Bollywood Celeb Home bollywood actress deepika padukone Bollywood Couple Bollywood Actor Ranveer Singh Bollywood News
Advertisment