/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/ranveer-83.jpg)
কপিল দেবের লুকে রণবীর সিং।
জন্মদিনেই প্রকাশ্যে এল রণবীর সিংয়ের স্পোর্টস ড্রামার লুক। হরিয়ানা হ্যারিকেন কপিল দেবের চরিত্রে দেখা যাবে বছর ৩৪-এর অভিনেতাকে। রণবীর সিং নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করলেন 83-এর ছবি। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ''আমার বিশেষ দিনে সামনে এল দ্য হরিয়ানা হ্যারিকেন, কপিল দেব।''
রণবীর সিং অভিনীত 83, প্রাক্তন ক্রিকেটার কপিল দেবের ওপর তৈরি। ১৯৮৩ সালে তাঁর নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল। ছবির পরিচালক কবীর খান। গতবছর এই ছবি নিয়ে রণবীর পিটিআইকে বলেছিলেন, ”আমাদের খেলার ইতিহাসে এটা একটা উল্লেখযোগ্য ঘটনা ও দেশের ইতিহাসের পাতাতেও লেখা থাকবে আমাদের প্রথম বিশ্বকাপ জয়। এই ঘটনাই আরও একবার ভারতকে পৃথিবীর মানচিত্রে ওপরের দিকে নিয়ে এসেছিল। ভারত নিজের অস্তিত্বের ছাপ রেখেছিল। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ৪৩ রানে জয় নিশ্চিত করেছিল”।
On my special day, here’s presenting THE HARYANA HURRICANE ????KAPIL DEV ????????@83thefilm@kabirkhankk@deepikapadukone@madmantena@Shibasishsarkar@vishinduri@RelianceEnt@FuhSePhantom@NGEMoviespic.twitter.com/HqaP07GJEQ
— Ranveer Singh (@RanveerOfficial) July 6, 2019
আরও পড়ুন, দীপিকার থেকে ভাল আমার স্ত্রীয়ের ভূমিকায় কেই বা হতে পারত: রণবীর সিং
জুনে কবীর খানের ছবির টিম লন্ডনে গিয়ে শুট করে এল এই ছবির। ছবিতে রণবীরের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। এদিন শিখর ধাওয়ানও টুইট করে লেখেন, ''একদম পাজির (কপিল দেব) মতো দেখতে লাগছে।''
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/kapil-dev.jpg)
কবীর খান প্রত্যেককে চমকে দিয়েছেন এই বিশাল স্পোটর্স ড্রামার কাস্টিংয়ে। যেখানে রণবীর কপিল দেবের চরিত্রে, সেখানে তাহির রাজ বসিনকে দেখা যাবে সুনীল গাভাস্করের ভূমিকায়। এছাড়াও সাকিব সেলিম রয়েছেন মহিন্দর অমরনাথ, অ্যামি ভার্ক থাকবেন বলবিন্দর সাধুর চরিত্রে, জিভাকে দেখা যাবে কৃষ্ণমাচারি শ্রীকান্তের ভূমিকায়। সাহিল খট্টর থাকবেন সয়ৈদ কিরমানির চরিত্রে এবং পঙ্কজ ত্রিপাঠিকে দেখা যাবে পিআর মন সিংয়ের ভূমিকায়। ২০২০র ১০ এপ্রিল হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাবে 83.
Read the full story in English