scorecardresearch

রণবীরের স্বপ্নপূরণ, ১১৯ কোটি খরচে শাহরুখ-সলমনের পড়শি হলেন অভিনেতা

কোটি কোটি টাকা খসালেন রণবীর!

ranveer singh, bollywood
বলি বিগশটদের প্রতিবেশী রণবীর সিং?

বলিউডের বড়লোকদের দলে নাম লেখালেন আরেক তারকা। গুচ্ছ গুচ্ছ টাকার বিনিময়ে কিনলেন আলিশান শানদার বাংলো – শাহরুখ সলমনের নতুন প্রতিবেশী কে জানেন? বলিউডের পাওয়ার হাউস রণবীর সিং ( Ranveer Singh )।

সূত্র অনুযায়ী, শাহরুখ সলমনের বাড়ির চত্বরেই এক বিলাসবহুল কোয়াড্রুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বুক করেছেন রণবীর। ১১৯ কোটি টাকা খরচ করেছেন সেই খাতে। ১৬ তলা থেকে ১৯ তলা পর্যন্ত সম্পত্তিটি বিস্তৃত। বিল্ডিংটি সাগর রেশম কনস্ট্রাকশন সাইটের অধীনে সেটিকে তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন [ রিতেশের ছবিতে সলমন!, ভাইজানকে প্রশংসায় ভরিয়ে আবেগি বার্তা অভিনেতার ]

শুধু তাই নয়, রণবীরের অ্যাপার্টমেন্ট ১১,২৬৬ বর্গফুট স্থান জুড়ে। পার্কিং স্লট রয়েছে ১৯ টি। ইতিমধ্যেই সেই প্রয়োজনে ৭ কোটি টাকার স্ট্যাম্প প্রদান করেছেন অভিনেতা। বলিউডে নিজস্ব বাংলোর সংখ্যা খুবই কম। শাহরুখ সলমনের স্বপ্নের রাজপ্রাসাদের ভক্ত কে নয়! এদিকে রণবীর নিজেও একজন স্বঘোষিত বলিউড ফ্যান। আর এবার নিজের বাড়ি দুই সুপারস্টারের কাছাকাছি নিয়ে আসতেই যেন একধরনের স্বপ্নপূরণ। রণবীর আপাতত বান্দ্রাতেই থাকেন। বেশ কিছুদিনের মধ্যেই বলিউডে নিজেদের বাড়ির স্থান পরিবর্তন করছেন অনেকেই। বিয়ের পর ক্যাটরিনা-ভিকি শিফট করেছেন অনুষ্কা-বিরাটের একই অ্যাপার্টমেন্টে। আবার সূত্র বলে হৃত্বিক রোশন এবং অক্ষয় কুমারও প্রতিবেশী।

আপাতত, রকি আউর রানী কী প্রেম কাহানি ছবিতে অভিনয় করছেন তিনি। ‘জয়েশভাই জোরদার’ বক্স অফিসে কামাল করতে না পারলেও রোহিত শেঠির ‘সার্কাস’ ছবিতেও দেখা যাবে তাকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranveer singh buys quadruplex apartment worth rs 119 crore