scorecardresearch

সঙ্গে নেই বৌ, বলি-অভিনেত্রীর হাত ধরে দেদার নাচলেন রণবীর! নালিশ গেল দীপিকার কাছে?

আঙুলের ইশারায় কাকে ডেকে নিলেন রণবীর?

ranveer deepika, Deepika ranveer, ranveer priyanka, Ranveer singh, ranveer singh recent dance
সুযোগের সদ্ব্যবহার করলেন রণবীর সিং!

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে দুদিন ধরেই মুম্বাইয়ে চাঁদের হাট। কখনও ওয়েস্টার্ন পোশাকে আবার কখনও ট্র্যাডিশনাল পোশাকে তাক লাগিয়েছেন সুপারস্টাররা। গতকাল স্টেজেও আগুন লাগিয়েছেন তাঁরা। শাহরুখ থেকে আলিয়া, বাদ পড়েন নি কেউই। কিন্তু রণবীর সিংয়ের কান্ড কারখানায় আবার হইচই, নালিশ গেল দীপিকার কাছে!

দুদিনের একদিন, দীপিকা ছিলেন না অনুষ্ঠানে। কিন্তু তাতে কি আদৌ লাভ হল রণবীরের। পাওয়ার পারফর্মার হিসেবে সবসময়ই তাঁর নাম ছিল। এদিন স্টেজে নাচতে নাচতেie নীচে নেমে এলেন তিনি। হাত ধরে টেনে নিলেন বলিউডের এক নামজাদা অভিনেত্রীকে। বলাই বাহুল্য, ছবিতে রণবীরের সঙ্গে তাঁকেই দেখা গিয়েছিল এই গানে। প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। ‘গল্লা গুড়িয়া’ গানে নাচতে নাচতে রণবীর নেমে এলেন নীচে। প্রিয়াঙ্কাকে স্টেজে নিয়ে যেতেই উদ্যাম নাচ।

পরনে, স্লীট ওভার পোশাক, হাই হিল…কিন্তু তারপরেও নেচে কাঁপিয়ে দিলেন প্রিয়াঙ্কা। ‘দিল ধরক নে দো’ ছবিতে ভাই বোনের চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিং এবং প্রিয়াঙ্কাকে। সেই ঝলকই আবার মিলল। নিকের সামনেই বলিউড গানে ফাটিয়ে নাচলেন দেশী গার্ল। প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ সকলে। কেউ বললেন, এটাই তো প্রিয়াঙ্কা, একটুও বদলান নি তিনি। আবার কেউ বললেন,  দুজনকে একসঙ্গে দেখে দারুণ লাগছে। কিন্তু এখানেই তো শেষ নয়।

দীপিকা পাড়ুকোন এদিন উপস্থিত না থাকতেই সোনায় সোহাগা! রণবীর সুযোগ হাতছাড়া না করেই প্রিয়াঙ্কাকে ডেকে নিলেন স্টেজে? দীপিকা অনুরাগীদের বক্তব্য, আজকে বেবি নেই বলেই এত আনন্দে প্রিয়াঙ্কাকে স্টেজে আসতে বললেন তিনি। প্রিয়াঙ্কার মুভস দেখে যায় যায় অবস্থা দর্শকদের। করতালি এবং সিটি মারতে ব্যস্ত তখন সিনে অনুরাগীরা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranveer singh calls priyanka for dance at nmacc