Advertisment

কী এমন প্রয়োজন পড়ল যে স্বপ্নের বাড়ি নামমাত্র দামে বেচে দিলেন রণবীর?

হিট ছবির সংখ্যা খুব কম, ব্যবসা ভাল নেই...সে কারণেই এই সিদ্ধান্ত নিলেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
রণবীর সিং, রণবীর সিং অভিযোগ দায়ের করেন থানায়, Ranveer singh, Ranveer singh news, ranveer singh fir complaint against AI, narendra modi, narendra modi news, narendra modi critisised by ranveer singh, ranveer singh update, ranveer singh news police, ranveer deepika

থানায় অভিযোগ দায়ের করলেন রণবীর...

শুধু অভিনয় নয়, তারকারা নানাভাবে নানা উপায়ে যে রোজগার করে থাকেন একথা নতুন না। বেশিরভাগ সময় বিজ্ঞাপন কিংবা শহর কলকাতার বুকে অনেক সময় ফেস্টিভিটির সময়ও তারকাদের চাওয়া থাকে আকাশছোঁয়া। কিন্তু, ফ্ল্যাট বিক্রি করেও যে চূড়ান্ত রোজগার করা যায় এটা নিশ্চই জানা...

Advertisment

বিশেষ করে মুম্বাইয়ের মাটিতে এক কামরার একটা ঘরের যা দাম সেখানে তারকাদের অ্যাপার্টমেন্ট কিংবা বাংলো যে কত কোটি টাকায় বিকোবে একথা বলে দিতে হয় না। এবার নিজের কেনা দুটি অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন রণবীর সিং! কিন্তু কেন? টাকা নেই নাকি অন্য কারণ? পরপর ছবি খুব একটা হিট নেই। ৮৩ সিনেমা তাও আশাপ্রদ ফল করেছিল। তবে তারপর থেকে একটি ছবিও হিট দেননি তিনি। সামনেই সিংঘমের এক বিশাল ইউনিটে দেখা যাবে তাঁকে।

কিন্তু, কানাঘুষো খবর তাঁর এই অ্যাপার্টমেন্ট নাকি খুব কম টাকায় বিক্রি করে দিয়েছেন তিনি। মুম্বইয়ের মফস্বল এলাকার গরেগাওতে দুটি ফ্ল্যাট ছিল তাঁর। মায়ের তত্বাবধানেই এই ফ্ল্যাট গুলি কিনেছিলেন তিনি। আর এই কোটি টাকার ফ্ল্যাট তিনি মাত্র ১৫ কোটি ২০ লক্ষে বিক্রি করেছেন? একটি না, বরং দুটি ফ্ল্যাটের এই দাম। জানা যাচ্ছে যিনি কিনেছেন তিনি নাকি, রেজিস্ট্রেশনের সব কাজ সেরে ফেলেছেন।

কিন্তু হঠাৎ প্রয়োজন পড়ল কেন?

অভিনেতা হিসেবে আজও রণবীর সফল কিনা সেই নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। কারণ, হিট এর সংখ্যা তাঁর দিনে কেরিয়ারে খুব একটা বেশি না। বলা উচিত, অভিনেতার ছবি বেশিরভাগ সময় নায়িকাদের জন্যই হিটের তালিকায় জুড়ে যায়। রকি আউর রানী ছবি সাফল্য পেলেও তাঁকে ব্লকবাস্টার হিট বলা যায় না। সেই কারণেই কি এই সিদ্ধান্ত?

অভিনেতা কিছুদিন আগেই ১১৫ কোটি দিয়ে অভিনেতা একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। যেখানেই সুখের সংসার সাজিয়েছেন তিনি। দীপিকা সেই বাড়িতেই থাকেন। যদিও, ফ্ল্যাট বিক্রির ঘটনা নতুন না, এর আগেও তিনি বিক্রি করেছেন কয়েক কোটি টাকার সম্পত্তি।

প্রসঙ্গত, তারকাদের বাড়ির প্রতি সকলের অমোঘ আকর্ষণ থাকে। বিশেষ করে এই বাড়িগুলোর দাম হয় আকাশছোঁয়া। অনেকেই জানেন যে এই তারকা এই বাড়িতে থাকতেন। সেকারণেই বিরাট টাকা উপার্জন করার সুযোগ পর্যন্ত থাকে। এর আগেও প্রিয়াঙ্কা চোপড়ার পুরনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন জ্যাকলিন। যদিও, আসলে কোন কারণে তিনি এই দুটি বহুমূল্য ফ্ল্যাট বিক্রি করলেন সেটা এখনও জানা যায়নি।

tollywood bollywood Ranveer Singh Entertainment News
Advertisment