Advertisment
Presenting Partner
Desktop GIF

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও নাচিয়ে ছাড়লেন রণবীর সিং, দেখুন ভিডিও

রণবীর সিং ম্যাজিকে মুগ্ধ খোদ কেন্দ্রীয় মন্ত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ranveer Singh, Union Minister Anurag Thakur, রণবীর সিং, অনুরাগ ঠাকুর, দুবাই এক্সপো, Dubai Expo, Bengali news today

অনুরাগ ঠাকুর, রণবীর সিং

রণবীর সিং (Ranveer Singh) আগাগোড়াই রসিক প্রকৃতির মানুষ। অ্যাওয়ার্ড ফাংশন হোক, কিংবা কোনও পার্টি জমাতে তাঁর জুড়ি মেলা যে ইন্ডাস্ট্রিতে ভার, সেকথা সকলেরই জানা। যেখানেই যান না কেন, মাতিয়ে রাখেন মঞ্চ। এবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও নাচিয়ে ছাড়লেন অভিনেতা। আর সেই ভিডিও নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

Advertisment

সম্প্রতি রণবীর দুবাইয়ে আয়োজিত ইন্ডিয়া এক্সপো-তে যোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠানের মঞ্চেই তাঁকে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রীকে ডান্স স্টেপ শেখাতে! অনুরাগ ঠাকুর খোদ সেই ভিডিও শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। শুধু তাই নয়, রসিক রণবীরের প্রশংসা করে লেখেন, "বলিউডের সমস্ত ক্ষমতার উর্ধ্বে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রণবীর সিংয়ের সঙ্গে।"

প্রসঙ্গত, অনুরাগ সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রণবীরের সঙ্গে ভারতীয় গণমাধ্যম ও বিনোদন ইন্ডাস্ট্রি সম্পর্কিত আলোচনার জন্য। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, রণবীর সিংয়ের পরনে লাল রঙের শেরওয়ানি। নেপথ্যে অভিনেতারই ২০১৫ সালে রিলিজ করা 'বাজিরাও মাস্তানি' ছবির 'মালহারি' গানটি বাজছে। যে গানের ছন্দে অভিনেতা নিজে তো কোমর দোলাচ্ছেন-ই পাশাপাশি মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রীকেও আহ্বান জানাচ্ছেন নাচের জন্য।

বলিউড সুপারস্টারের হাতছানিতে সাড়া না দিয়ে পারেননি অনুরাগ ঠাকুরও। তিনিও ওই বলিউডি মশালা গানে কোমর দোলাতে বাধ্য হলেন। ওদিকে দর্শকাসনে বসে থাকা জনতাদের উল্লাস তখন চোখে পড়ার মতো।

<আরও পড়ুন: ‘বলিউডের বাজার খেয়ে ফেলেছে দক্ষিণী সিনেমা’, বিস্ফোরক সলমন খান >

এপ্রসঙ্গে অনুরাগ ঠাকুর জানান, "দুবাই এক্সপোতে ইন্ডিয়া প্যাভিলিয়ন দেখতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। ভারতীয় যোগ ব্যায়াম, আয়ুর্বেদ শাস্ত্র, পর্যটন, টেক্সটাইল থেকে শুরু করে এই মহাজাগতিক বিশ্ব এবং সিনে-জগতের কর্মকাণ্ডের সাক্ষী থাকতে পেরে বহু মানুষ ভীষণ উচ্ছ্বসিত। প্রায় ১৭ লক্ষ মানুষ ইন্ডিয়া প্যাভিলিয়ন দেখতে এসেছেন।"

অন্যদিকে রণবীর সিংয়ের মন্তব্য, "আন্তর্জাতিক ময়দানে ভারতীয় বিনোদুনিয়ার প্রসার বর্তমানে আরও বেশি করে ঘটছে। সিনেমার সুবাদে সীমান্তের দূরত্ব ছাড়িয়ে মানুষ আরও বেশি করে ভারতীয় সংস্কৃতিকে জানতে পারছেন।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Ranveer Singh Entertainment News Anurag Thakur Dubai Expo 2022
Advertisment