scorecardresearch

‘কপিল দেব আমায় নিয়ে গর্বিত’, একের পর এক পুরস্কারে আবেগপ্রবণ রণবীর সিং

আবেগে ভাসছেন রণবীর সিং

‘কপিল দেব আমায় নিয়ে গর্বিত’, একের পর এক পুরস্কারে আবেগপ্রবণ রণবীর সিং
রণবীর সিং-কপিল দেব

রণবীর সিংয়ের সময় বেজায় ভাল যাচ্ছে একথা বলাই যায়। কিন্তু কেন? একের পর এক পুরস্কার, সপ্তম স্বর্গে অভিনেতা। তবে, এবারের বিষয় যেন আরও অন্যরকম।

দুদিন আগেই পেয়েছেন মহারাস্ট্রিয়ান অফ দ্যা ইয়ার পুরস্কার। আর এবার ইন্ডিয়ান অফ দ্যা ইয়ার। বেজায় উত্তেজিত রণবীর। একেতেই এত সম্মান, তাও আবার পুরস্কার নিয়েছেন পছন্দের মানুষের কাছ থেকে। যার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে ভেঙে ঘষে ফেলেছিলেন রণবীর। খোদ হরিয়ানা হ্যারিকেন কপিল দেবের হাত থেকে পুরস্কার নিতে গিয়ে আবেগে ভাসলেন রণবীর।

সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ কণ্ঠে লিখলেন, তাঁর থেকে আজ পুরস্কার নিয়েছি যিনি নিজেই আমার কাছে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, শুভেচ্ছা জানালেন পুরস্কার প্রাপ্ত নীরজ চোপড়াকে। কপিল দেবকে উদ্দেশ্য করেই বললেন, আমি উনার চরিত্রে অভিনয় করেছি এটার থেকেও বড় বিষয় হল উনি আমায় নিয়ে গর্বিত।

মহারাস্ট্রিয়ান অফ দ্যা ইয়ার পুরস্কার নিতে গিয়েও উচ্ছ্বসিত রণবীর। সেদিনের সেই পুরস্কার উৎসর্গ করেছিলেন অমিতাভ বচ্চনকে। বলেছিলেন, উনি আমার আদর্শ। আমি আজও অমিতাভ বচ্চন হতে চাই, আগামীতেও হতে চাইব। ৮০ বছর বয়সে যা করছেন, প্রশংসার যোগ্য।

বিশেষ করে কপিলের হাত থেকে পুরস্কার নিচ্ছেন দেখেই আবেগপ্রবণ ৮৩ সিনেমার অন্যান্যরা। কবীর খান বলেন, আমরা জিততে এসেছি। তোমার জন্য গর্বিত। এদিকে, হার্ডি সন্ধ্যু বললেন – অনেক শুভেচ্ছা এবং ভালবাসা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranveer singh getting award says kapil dev is proud about me