scorecardresearch

৮৩’র ট্রেলার ভেসে উঠল বুর্জ খলিফার গায়ে, স্ত্রী দীপিকার হাত ধরে ‘উল্লাস’ রণবীর সিংয়ের, দেখুন

পাশেই মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব। দেখুন সেই মুহূর্তের ভিডিও

Ranveer Singh, 83 trailer lights up Burj Khalifa, Deepika Padukone, 83, Kapil Dev, Kabir Khan, ৮৩ ট্রেলার, বুর্জ খলিফা, রণবীর সিং, কপিল দেব, দীপিকা পাড়ুকোন, রণবীর-দীপিকা, bengali news today
রণবীর-দীপিকা

Ranveer Singh at Dubai: শাহরুখ খানের একছত্র আধিপত্যে এবার ভাগ বসালেন রণবীর সিং (Ranveer Singh)! এযাবৎকাল বুর্জ খলিফার গায়ে ভারতীয় সুপাস্টার শাহরুখ খানের ছবি-ভিডিও ভেসে উঠত তাঁর জন্মদিনে। তবে এই প্রথমবার কোনও বলিউড ছবির আস্ত ট্রেলার প্রদর্শিত হল বিশ্বের উচ্চতম গগনচুম্বী বিল্ডিং বুর্জ খলিফার গায়ে। রণবীর সিং তখন স্ত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) হাত ধরে মুগ্ধ নয়নে চেয়ে রয়েছেন। পাশেই দাঁড়িয়ে কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব (Kapil Dev)। ১৯৮৩ সালে যাঁর দুর্দান্ত বাইশ গজ অভিযান নিয়ে এই সিনেমা।

সৌদি আরবের জেদ্দাহতে সম্প্রতি ‘৮৩’ (83) সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন দীপিকা-রণবীর। তখনও তারকাদম্পতি জানেনই না যে দুবাইয়ে তাঁদের জন্য কোন সারপ্রাইজ অপেক্ষা করছে। বৃহস্পতিবার সন্ধেবেলা পেলেন সেই বিশেষ উপহার। বুর্জ খলিফার গায়ে ভেসে উঠল ‘৮৩’র ট্রেলার। মুগ্ধ নয়নে চেয়ে রয়েছেন পরিচালক কবীর খানের (Kabir Khan) গোটা টিম। দেখা গেল, স্ত্রী দীপিকা পাড়ুকোনের হাত শক্ত করে ধরে রয়েছেন রণবীর সিং।

জেদ্দাহর রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হল রণবীর সিং অভিনীত ৮৩’র। কপিল দেবের চরিত্র আত্মস্থ করতে কসরতও করেছিলেন অভিনেতা। দশ দিন কপিলের বাড়িতে ছিলেন, তাঁর চলন-বলনের কৌশল রপ্ত করার জন্য। সেই ‘হরিয়ানা হ্যারিকেন’কে পর্দায় কতটা ফুটিয়ে তুলতে পারেন রণবীর, সেটাই দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।

সালটা ৮৩। লর্ডসের মাঠে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের রুদ্ধশ্বাস ম্যাচ। গ্যালারির দর্শক থেকে টিভির পর্দায় সবার চোখ ‘হরিয়ানা হ্যারিকেন’-এর দিকে। আর ওই একটা ক্যাচেই কেল্লাফতেহ করেছিলেন কপিল দেব (Kapil Dev)। তার আগে ড্রেসিং রুম থেকে টিম মিটিংয়ে প্রতিটা পদক্ষেপে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হওয়া। টিম স্পিরিট বজায় রেখে ব্যাট-বল হাতে বাইশ গজ কাঁপানো। তারপর ভারতের জার্সি গায়ে বিশ্বজয়ের স্বাদ। রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘৮৩’ (83) ট্রেলার সেই ধুলোমাখা স্মৃতিটাকেই যেন আরও উসকে দিয়েছে।

[আরও পড়ুন: ]

কপিল দেবের ভূমিকায় রণবীর সিং, মদন লালের চরিত্রে হার্ডি সান্ধু এবং বলবিন্দর সান্ধু অবতারে ময়দান মাতাতে দেখা গেল অ্যামি বির্ককে। টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। কপিল অর্ধাঙ্গিনী রোমি ভাটিয়ার চরিত্রেও সাবলীল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

চুলের ছাঁট, গলার কালো সুতো, ভারতীয় ক্রিকেট টিমের সাদা জার্সি গায়ে, ঘন গোঁফ.. রণবীর সিং যেন হুবহু কপিল দেব। দু’ বছর আগেই শুটিং হয়ে গিয়েছিল। মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালেই, কিন্তু বাদ সাধে অতিমারী। করোনার কোপে পিছিয়ে যায় ‘৮৩’ সিনেমার মুক্তি। তবে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে এই ছবি। আশা করা যায় বড়দিনে বক্স অফিস কাঁপাবে ‘৮৩’।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ranveer singh holds deepika padukone as 83 trailer lights up burj khalifa