/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/deepveer.jpg)
দীপিকা-রণবীর
তারকাদের কত রকমের ইচ্ছে আবদার থাকে। তাঁরা বলিউডের অভিনেতা অভিনেত্রী। তাদের ইচ্ছের লাগাম নেই। কেউ কেউ তো আবার কিছু জিনিষ নিয়ে এতই অবসেসড হন যে বলার ভাষা থাকে না। তেমনই এক জিনিসের প্রতি আসক্ত রণবীর সিং।
স্বামীর আবদার মেটাতে মেটাতে নাজেহাল দীপিকা। কী এমন জিনিস যার থেকে বেরোতে পারছেন না পর্দার বাজিরাও! সুন্দরী বউ দীপিকাও তাঁকে আয়ত্বে আনতে পারছেন না। ফলেই সকলের সামনে আনলেন সেই তথ্য। সোজা জানিয়ে দিলেন তাঁর থেকেও বেশি এই জিনিসে আসক্ত রণবীর!
আরও পড়ুন < ‘ইন্ডাস্ট্রির দুর্যোধন-শকুনি…’, প্রমাণ পেলেই রণবীর-করণকে জেলে ভরবেন! হুংকার কঙ্গনার >
সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করেছেন দীপিকা। যাতে দেখা যাচ্ছে একটি মানুষের ন্যায় কার্টুনকে আজকে ধরে রাখা যাচ্ছে না। বরং সে হাত বাড়িয়ে ধরতে চাইছে গাছ! একের পর এক নতুন ধরনের গাছ দেখে মন উৎফুল্ল সেই ব্যক্তির। রণবীরকে উদ্দেশ্য করেই সেই কার্টুন পোস্ট করলেন দীপিকা। বললেন, "এটা তুমি। যে গাছ দেখলে নিজেকে সামলে রাখতে পারো না। সবধরনের গাছ তোমায় কিনতে হয়।" বরের আসক্তির কথা প্রকাশ্যে এনেছেন দীপিকা।"
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/image-2.png)
গাছের প্রতি ভালবাসা রয়েছে এমন তারকা কম নেই। কেউ কেউ তো বারান্দা থেকে সিড়ি সর্বত্র বাগান বানিয়ে ফেলেছেন। শুধু তো গাছ লাগানো নয়, বরং সেটিকে পরিচর্যা করতে হয়। একদা দীপিকা জানিয়েছিলেন, ঘর সংসারের দিকেও বেশ মন রণবীরের। সবকিছুই নিজের দায়িত্বে সামলান।