মহেন্দ্র সিং ধোনি যে তাঁর খুব পছন্দের খেলোয়ার সে কথা বহুবার নানা জায়গায় জানিয়েছেন অভিনেতা রণবীর সিং। শনিবার যখন মহেন্দ্র সিং ধোনি ঘোষণা করলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। বাইশ গজের মাঠে তাঁকে আর দেখা যাবে না, তখন থেকেই মন খারাপের একের পর এক পোস্টে ভরে উঠছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে এরমধ্যে নজর কেড়েছে রণবীর সিংয়ের ইনস্টাগ্রামের পোস্ট। ধোনির সঙ্গে তার ছেলেবেলার ছবি শেয়ার করে তিনি দীর্ঘ পোস্টে জানিয়েছেন, "আমাকে উত্সাহিত ও প্রবৃত্ত করে রেখেছিলেন, যেন বড় ভাই। আমাকে শক্তি ও অনুপ্রেরণা দিয়েছেন। আমাকে আমার থেকে বেরিয়ে এসে সেরা হওয়ার পথ দেখিয়েছেন”।
রবিবার সকালে অভিনেতা রণবীর সিং যে ছবিটি পোস্ট করেছেন, সেটি ২০০৭-৮ এর। অভিনেতা লিখেছেন, তখন আমার বয়স ২২। অ্যাসিসটেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি। আমি এই কাজটা নিয়েছিলাম শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির জন্য। অনেক কাজ করেছিলাম কিন্তু তেমন টাকা পাইনি। তবে সেটি আমার কাছে গুরুত্বহীন ছিল। আমি শুধুমাত্র ধোনির সংস্পর্শে থাকতে চেয়েছিলাম। সেসময় কাজ করতে গিয়ে আঘাত পাই আমি। যন্ত্রণা সহ্য করেও সেদিন প্রাণপনে কাজ করে গিয়েছি একটাই কারণে, ধোনির সঙ্গে সাক্ষাত্্ করার ইচ্ছা পূরণ ও তাঁর সঙ্গে ছবি তোলার জন্য। যখন সত্যি সত্যি আমার সেই দিনের ইচ্ছা পূর্ণ হল, আমি অবাক হয়ে গিয়েছিলাম। তিনি এত নম্র, মাটির মানুষ, করুণায় পূর্ণ , যা তাঁর প্রতি আমার ভালবাসা, শ্রদ্ধাকে আরও দৃঢ় করেছিল।
View this post on InstagramA post shared by Ranveer Singh (@ranveersingh) on
এরপর অভিনেতা বলেন,"আমি আমার প্রথম সিনেমাটি করার পরে, স্বপ্না (যিনি সেই সময়ে আমাদের সাধারণ হেয়ারস্টাইলিস্ট ছিলেন) একদিন আমাকে ডেকে বললেন, আরে আমি জানি আপনি ধোনির ভক্ত, তিনি মেহবুব স্টুডিওতে শ্যুটিং করছেন। চলে আসুন এবং আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন। আমি সবকিছু ফেলে দিয়ে স্টুডিওতে ছুটে গেলাম শুধুমাত্র ধোনির সঙ্গে দেখা করার জন্য! সেদিন তিনি ব্যান্ড বাজা বারাত নিয়ে আমার অভিনয়ের প্রশংসা করেছিলেন। আমরা হ্যাঙ্গআউট করেছিলাম, আমায় ক্যাপ এবং জার্সিতে সই করে দিয়েছিলেন। সেদিন আমার মনে হয়েছিল আমি মেঘের উপর দিয়ে হাঁটছি! তারপর থেকে, যতবারই তাঁর সঙ্গে আমার সাক্ষাত হওয়ার সৌভাগ্য হয়েছে, আমি সেদিনের মতই আজও উত্সাহিত থাকি।