/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/deepika-and-rANVEER.jpg)
স্ত্রী দীপিকা পাড়ুকোনের রান্নার প্রশংসায় রনবীর
স্পেনে পাঠানের শুটিং -এ ব্যাস্ত দীপিকা ( Deepika Padukone )। আর এদিকে তাঁকে চূড়ান্ত মিস করছেন রনবীর ( Ranveer Singh )। এদিক ওদিক থেকে সব কথার মাঝে তাঁর বেবির প্রসঙ্গ একেবারেই এরাচ্ছেন না তিনি, ফের দেখা গেল দীপুর প্রশংসা করতে তবে এবার একটু অন্যরকম।
ইন্সটাগ্রামে হঠাৎ করেই স্ট্যাটাস দিলেন, আস্ক মি এনিথিং - ব্যাস সঙ্গে সঙ্গে অনুরাগীরা হাজির প্রশ্নের ঝোলা নিয়ে। তাদের একজনই জিজ্ঞেস করলেন, আপনি কী দীপিকার রান্না খেতে পছন্দ করেন? জবাবে তিনি বলেন, দারুণ লাগে! সে দারুণ রাঁধুনি, আমার বেবি বহুমুখী প্রতিভার অধিকার, সঙ্গে ট্যাগ করেছেন দীপিকাকে।
/indian-express-bangla/media/post_attachments/14c9387db4826543a2a69e669c84a41f6ada8ce2977a514ad9160d795c484b23.jpg)
দুজনের কাণ্ড কারখানা এখানেই শেষ হয়নি, দীপিকাও সময় নষ্ট না করে মোক্ষম এক উত্তর দিলেন, ব্রাউনির পয়েন্ট পাওয়ার চেষ্টা করছ? এর পরে যদিও রনবীরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। আপাতত দুজনেই সিনে ক্যারিয়ারে ব্যাস্ত! রনবীরের ঝুলিতে রকি অউর রনি কি প্রেম কাহানি, জয়েশভাই জোরদার। দীপিকাকে দেখা যাবে প্রোজেক্ট কে, ফাইটার ইন হার কিটি এবং অন্যান্যতে।