/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/ranveer.jpg)
রণবীর-দীপিকা
তিনি রণবীর সিং। তাঁকে বলিউডের পাওয়ার হাউস বলা হয়। যদিও, বেশ কিছুদিন ধরে তাঁর বউয়ের মন্তব্যের জেরে তাঁকে নানা বিশেষণে তোলা হচ্ছে। কেউ বলছেন তিনি চোরো কা গুলাম, আবার কেউ বলছেন তাঁর মান সম্মান কিছুই নেই।
করণের শো থেকেই যত অশান্তি শুরু। কারণ, দীপিকা প্রকাশ্যে জানান রণবীরের সঙ্গে কমিটেড ছিলেন কিন্তু, অন্যদের সঙ্গেও তখন ডেট করতেন। মানসিক ভাবে তিনি রণবীরকে চাইতেন তবে... আর এই মন্তব্য শুনেই রণবীর একটু সময়ের জন্য চুপ হয় যান। তাঁকে চোখের জল ফেলতে দেখা যায়। তবে, মুহূর্তেই সবকিছু পাল্টে গেল।
কিং খানের জন্মদিনের পার্টিতে হাজির ছিল গোটা বলিউড। আলিয়া রণবীর থেকে করিনা - দীপিকা রণবীর এমনকি বাদ পড়েননি টেলিভিশনের অনেকেও। শাহরুখের জন্মদিনে চাঁদের হাট বসেছিল। সেখানেই স্ত্রী দিপীকার উদ্দেশ্যে এক বিরাট সারপ্রাইজ দিলেন রণবীর। জন্মদিন শাহরুখের আর উপহার পাচ্ছেন দীপিকা? পারেন বটে। কী এমন করলেন তিনি?
রণবীর সিং সবসময় তার একান্ত আপন মানুষটিকে ভাল রাখতে সচেষ্ট। শুধু তাই নয়। দীপিকার জন্য কত কান্ড না করেন। এবার , শাহরুখের জন্মদিনে বউকে সন্তুষ্ট করতে নিজেকে dj হিসেবে প্রেজেন্ট করলেন তিনি। সাদা কালো পোশাকেই এদিন দেখা গিয়েছে তারকাদের। রণবীর কিছু মুহূর্তের জন্য জায়গা নিলেই dj টেবিলে। শাহরুখের গান গেয়ে দীপিকাকে ইমপ্রেস করার চেষ্টা করলেন। কভি হা কভি না ছবির গানে লিপসিং করলেন তিনি। এদিকে, বউ? দীপিকা এসব দেখে দেখে অভ্যস্ত। শুধু তাই না, বরের এই কান্ড দেখে চোখ নাক কুচকে দীপিকা তাঁকে স্টেজ থেকে নামতে বললেন।
উল্লেখ্য, দীপিকার সঙ্গে শাহরুখের সম্পর্ক বেশ জোরালো। কিং খানের ডাকে সাড়া না দিয়ে তিনি পারেন না। দীপিকার সূত্রেই রণবীরের সঙ্গেও তাঁর বেশ বন্ধুত্বপূর্ন সম্পর্ক। একদিকে যখন দীপিকা জওয়ান ছবিতে ক্যামিও রোলের জন্য প্রশংসা পেয়েছেন অন্যদিকে রণবীর তৈরি ডন থ্রির জন্য। যদিও, শাহরুখ ভক্তদের রণবীরের ডন থ্রিতে পা গলানো মোটেই ভাল লাগে নি।