সেই কবে থেকে শুরু হয়েছে আম্বানীদের অনুষ্ঠান। মজা করে অনেকেই বলছেন, বিশ্বকাপ শেষ হল, আইপিএল শেষ হল কিন্তু এদের বিয়ে শেষ হচ্ছে না। বিদেশ পেরিয়ে এবার দেশে শুরু হয়েছে আসল বিয়ের অনুষ্ঠান।
অম্বাণীদের বিয়ে মানেই তাতে উপস্থিত থাকবেন অনেক তারকাই। ফলে আবারও জমজমাট সেই বিয়েবাড়ি। জাস্টিন বিবারের পারফরমেন্স থাকছে আজ। গতকাল মুম্বই পৌঁছেছেন তিনি। গতবার, গুজরাটে এসেছিলেন রিহানা। আর এবার জাস্টিন। কিন্তু, কানাঘুষো খবর বলিউড নাকি পিছিয়ে থাকছেন না।
বলিউড তারকারা নাকি আনুষ্ঠানিক ভাবেই পারফর্ম করবেন। সেই দলে রয়েছেন সলমন খান এবং রণবীর সিং। দুজনের সঙ্গেই বেশ ভাল সম্পর্ক আম্বানি পরিবারের। কিন্তু, এবার তাঁরা টাকার বিনিময়ে নাচ গান করবেন কিনা সেই খবর শীর্ষে। রণবীর এমনিও বিয়েবাড়িতে ড্যান্স পারফর্মার হিসেবে খুব জনপ্রিয়।
এবার, নিজের প্রায় পরিবারের অন্তরে নাচতে তাঁকে দেখা যাবে। আর এই কান্ড দেখেই হাসাহাসি নেটপাড়ায়। তাঁদের কেউ বলছেন বাড়িতে অন্তঃসত্বা বউ, আর রণবীর নাচবেন? আবার কেউ কটাক্ষ করে বললেন, স্বাভাবিক! ওনার তো কিছু করার নেই, পয়সা রোজগার করতে হবে। সিনেমা হিট হবে না।
উল্লেখ্য, দীপিকা পাড়ুকোনের সন্তান আসতে আর মাত্র দেড় মাস। তাঁর সঙ্গে সঙ্গে কল্কি রিলিজ করার পর থেকে দীপিকাকে নিয়ে নানা আলোচনা হচ্ছে। আবার, জানা যাচ্ছে তিনি নাকি, অন্তঃসত্বা অবস্থায় এই ছবির শুটিং করেছেন।