/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/ranveer.jpg)
দীপিকা-রণবীর
দীপিকা-রণবীর জুটিকে নিয়ে মানুষ নানা মন্তব্য করে থাকেন। বলাই বাহুল্য, তাঁরা অনেকেই ঈর্ষার কারণ। গতকালই বউকে নিয়ে সিনেমা দেখাতে গিয়েছিলেন। আর এরমধ্যেই নাকি ওয়ার্নিং?
বক্স অফিসে রকি হিসেবে রাজ করছেন তিনি। নিজের ছবি দেখাতে বউকে নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে গাড়িতে বসেই ঝুমকা গানে নাচলেন দীপিকা। এদিকে, দিন গড়াতেই এহেন কান্ড! প্রকাশ্যে রণবীর বললেন, একটা সুযোগ এবং ওয়ার্নিং পেলে বোধহয় ভাল হত। কিন্তু কিসের সতর্কতা! কেনই বা?
সারাদিন, তো তিনি ব্যস্ত থাকেন বউয়ের প্রশংসায়। আর আজ, সকলের সামনেই এই মন্তব্য। কী ঘটেছে আসলে?
আরও পড়ুন < ‘কোন ‘চোর’ কী বলল…’, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অপমানে আওয়াজ তুললেন অভিনেতা জয়জিৎ >
দীপিকার পাঠান ছবির বিকিনি লুক গুলি ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। বিতর্ক হয়েছিল মারাত্মক। আবার কেউ কেউ সোজা বলেছিলেন, যে ভারতীয় ছবিতে এধরনের পোশাক একেবারেই সহ্য করা হবে না। কিন্তু তাতে কি? দীপিকার আকর্ষণীয় চেহারায় বেশ নিদারুণ মানায় বিকিনি। আজ, ফের সেই সময়ের ছবিই পোস্ট করলেন তিনি। পরনে সাদা কালো মিক্স রঙের বিকিনি। নিজেকে কেমন লাগছেন আয়নায় দেখছিলেন অভিনেত্রী। সেই ছবি দেখেই রণবীরের প্রাণ যায় যায় অবস্থা! সোজা লিখলেন... "একটা সতর্কতা আগে থাকতে দিতে পারতে না? তাহলে আমার পক্ষেই ভাল হতো।"
বউ অন্ত শুধু প্রাণ নয়, বরং ভয়ঙ্কর অবসেসড রণবীর। বিয়ের আগেও দীপিকার শুটিং ফ্লোরে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতেন। তাঁর ছবি নজরে আসলেই, মাখোমাখো মন্তব্য করেন তিনি। এবারও, নিজের জায়গায় ঠিক থাকলেন। বউয়ের হট ছবিতে মজেছেন তিনি। মুঠোফোনের বোতামে আঙ্গুল পড়তেই মনের কথা সহজে জানিয়ে দিলেন তিনি।