Ranya Rao Arrested: চোরাচালানের সঙ্গে যুক্ত আইপিএস অফিসের মেয়ে! শরীরে লুকানো ১৪.৮ কেজি সোনা, গ্রেফতার অভিনত্রী

Ranya Rao: কর্ণাটকের আইপিএস অফিসারের সৎ মেয়ের বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ। পেশায় তিনি অভিনেত্রী। বেঙ্গালুরুর বিমানবন্দরে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই-এর হাতে ধরা পড়লেন কন্নড় অভিনেত্রী রানিয়া রাও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 শরীরে ১৪.৮ কেজি সোনা লুকিয়ে গ্রেফতার অভিনত্রী

শরীরে ১৪.৮ কেজি সোনা লুকিয়ে গ্রেফতার অভিনত্রী

Ranya Rao smuggling Case: রূপোলি দুনিয়ার তারকারা বিমানবন্দরে পা রাখলেই ক্যামেরার ফ্ল্যাশ লাইটে চোখ একেবারে ঝলসে যায়। প্যাপেদের অনুরোধে ক্যামেরায় পোজও দেন অভিনেতা-অভিনেত্রীরা। কখনও আবার ঘটে যায় উলোটপুরাণ! জনপ্রিয় কন্নড় অভিনেত্রী রানিয়া রাও বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছতেই পুলিশের জালে অভিনেত্রী। সোনা পাচার করতে গিয়ে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে হাতে না হাতে ধরা পড়লেন কন্নড় অভিনেত্রী রানিয়া।

Advertisment

তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার হয়েছে। অভিনেত্রীর ঘনঘন আন্তর্জাতিক সফরের জন্য তাঁর উপর নজর ছিল ডিআরআই-এর। সোমবার মধ্যরাতে দুবাই থেকে বিমানে বেঙ্গালুরু আসেন রানিয়া রাও। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই-এর তথ্য অনুযায়ী, রানিয়া শরীরের মধ্যে বেশ কিছু সোনার বার লুকিয়ে রেখেছিলেন। আর কিছু সোনা পরেছিলেন। 

কর্ণাটকের DGP স্তরের আইপিএস অফিসারের মেয়ে রানিয়া। সেই সুযোগের অপব্যবহার করে বিমানবন্দরে কোনওরকম চেকিং ছাড়াই অবাদে যাতায়াত করতেন। বাবার পরিচয় দিয়ে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে বাড়ি যেতেন এই কন্নড় অভিনেত্রী। কিন্তু, এই দিন তদন্তকারীদের কাছে আগ্রিম খবর থাকায় রক্ষা পেলেন না রানিয়া রাও।

এই ঘটনার নেপথ্যে কোনও প্রভাবশালীর যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডিআরআই তদন্ত চালাচ্ছে রানিয়ার সঙ্গে সোনা পাচারকাণ্ডে ওই অফিসারদের কোনও যোগ রয়েছে নাকি নিজস্ব কোনও নেটওয়ার্কে এই কাজ করছেন বছর ৩৩-এর অভিনেত্রী রানিয়া। 

Advertisment

প্রসঙ্গত, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই-য়ের নজরেছিল আরও একটি বিষয়। আধিকারিকরা লক্ষ্য করেছেন, শেষ ১৫ দিনে চারবার দুবাই যাতায়াত করেছেন রানিয়া রাও। সেখান থেকেই সন্দেহ আরও জোড়াল হয়। তাই সোমবার মধ্যরাতে অভিনেত্রীর বেঙ্গালুরুর বিমানবন্দরে আসার খবর পেয়েই সেখানে পৌঁছে যান। অভিনেত্রীর কাছে থেকে উদ্ধার হওয়া সোনার বর্তমান মূল্য প্রায় ১২ কোটির কাছাকাছি।

বেঙ্গালুরুতে যে বাড়িতে স্বামীর সঙ্গে অভিনেত্রী থাকেন সেখানেও তল্লাশি চালান তদন্তকারীরা। ডিআরআই-র রিপোর্ট মোতাবেক, অভিনেত্রীর বাড়ি থেকেও বেশ কিছু সোনা উদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২.৬৭ কোটি থেকে। কন্নড় সিনেমার জনপ্রিয় মুখ রানিয়া। ২০১৪ সালে 'মাণিক্য'-তে কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করেছিলেন। এছাড়াও ২০১৬-তে তামিল মুভি 'ওয়াঘা' এবং ২০১৭-এ কন্নড় সিনেমা ' পটাকি' -তে অভিনয় করে কন্নড় ছবির দর্শকের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছিলেন রানিয়া রাও।

smuggling Actress Ranya Rao