Advertisment
Presenting Partner
Desktop GIF

Rapper Badshah: ট্রাফিক রুল ভেঙে মোটা টাকা জরিমানা! অভিযোগের কী সাফাই দিলেন ব়্যাপার?

Badshah Fined Rs 15000: ব়্যাপার বাদসা নাকি গুরগাঁও-তে Karan Aujla-র কনসার্ট দেখতে যাওয়ার সময় ট্রাফিক রুল ভেঙেছেন। এই অভিযোগ উঠতেই সোশ্যাল মিডিয়ায় কী সাফাই দিলেন পপ গায়ক?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Genda Phool row Badshah coming live on social media says he wants to help Ratan Kahar

ট্রাফিক রুল ভেঙে মোটা টাকা জরিমানার অভিযোগ বাদশার বিরুদ্ধে

Badshah Reaction On Fake News: রুপোলি দুনিয়ার তারকাদের সঙ্গে কখন যে কী ঘটে যায়...! মুহূর্তে ছড়িয়ে পড়ে ভুয়ো খবর। এবার তো দোষ না করেও দোষের ভাগীদার হলেন ব়্যাপার বাদশা। সোশ্যাল মিডিয়া পোস্টে অন্তত এমনটাই দাবি করেছেন পপ গায়ক। প্রসঙ্গত, দিন দুয়েক আগে একটি খবর প্রকাশ্যে আসে। ব়্যাপার বাদশা রাস্তার উলটো দিক দিয়ে গাড়ি চালিয়ে ট্রাফিক রুল ভঙ্গ করেছেন।

Advertisment

এই ঘটনায় গুরগাঁও পুলিশ তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। গাড়িতে অত্যাধিক জোরে গান বাজানোরও অভিযোগ উঠেছে বাদসার বিরুদ্ধে। Karan Aujla-র কনসার্ট দেখতে যাওয়ার সময় মহিন্দ্রা থর এসইউভি নিয়ে ঘটনা ঘটিয়েছেন বলেই বাদশার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কিন্তু, গায়কের দাবি, তাঁর কাছে তো মহিন্দ্রা থর এসইউভি-ই নেই। তাঁর নামে যে চালান তৈরি হয়েছে সেটা একদম ভিত্তিহীন।

বিষয়টা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। দশা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'ভাই, আমার কাছে তো থর গাড়িটাই নেই। আর আমি চালকের আসনেও ছিলাম না। আমি তো গিয়েছিলাম সাদা রঙের টয়োটা নিয়ে। আমি যখন গাড়ি চালাই খুবই সচেতন হয়ে চালাই। সেটা শুধু গাড়ি চালানোর ক্ষেত্রে নয়, যখন ভিডিও গেম খেলি তখনও খুব সতর্ক থাকি।'

Advertisment

গায়কের টিমের তরফেও এই ঘটনার সত্যতা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে। একটি লম্বা বিবৃতি দিয়ে জানিয়েছে, '২০২৪-এর ১৫ ডিসেম্বরের যে ঘটনার কথা বলা হচ্ছে আমরা সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছি। বাদশার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।'

আরও বলা হয়েছে, 'বাদশার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে Karan Aujla-এর কনসার্টে যাওয়ার সময় ভুল দিক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। টিমের তরফ থেকে জানাতে চাই এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কনসার্ট দেখতে যাওয়ার রাতে বাদশা সাদা রঙের টয়োটা চালাচ্ছিলেন। যেটা বক্সী ট্রান্সপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের অন্তর্গত। লাইসেন্সপ্রাপ্ত পেশাদার চালকই গাড়ি চালাচ্ছিলেন। ট্রাফিক রুল ভঙ্গের ঘটনাতেও বাদশা কোনওভাবে জড়িত নন। তদন্তে আমরা সম্পূর্ণ সহায়তা করব। তদন্তকারী অফিসারকে সেই রাতেই সমস্ত নথি জমা দিয়েছি।'

 

Rapper Badshah
Advertisment