/indian-express-bangla/media/media_files/2025/01/31/0DbSGhoqFfIPsP9mKFyI.jpg)
দ্বিতীয়বার নতুন জীবনে পা ব়্যাপার রাফতারের
Rapper Raftaar-Manraj Jawanda Wedding:বিটাউনে যেন সংগীতশিল্পীদের বিয়ের ধুম লেগেছে। আরমান মালিক থেকে দর্শন রাভাল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার সাত পাকের বন্ধনে বাঁধা পড়লেন জনপ্রিয় ব়্যাপার রাফতার। ওঁর আসল নাম দিলিন নায়ার। কলকাতার মেয়েকে জীবনসঙ্গী বানালেন তিনি। স্টাইলিস্ট ও ফিটনেস এন্থুসিয়াস্ট মনরাজ জাওয়ান্দার সঙ্গে নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় ব়্যাপার রাফতার। প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান থেকে বিয়ের বেশ কিছু মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণী স্টাইলে বিয়ে সারলেন দুজনে। বন্ধুবান্ধব ও পরিবারের কাছের মানুষদের নিয়ে নতুন জীবন শুরু করলেন রাফতার ও মনরাজ।
Congratulations Raftaar bhai😍 pic.twitter.com/q4tBBTRAP3
— Govind (@saygovind) January 31, 2025
কোমল ভোরার সঙ্গে পাঁচ বছর আগে বিবাহবাচ্ছেদ হয় রাফতারের। দ্বিতীয় বিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ দুজনেরই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি থেকে রাফতার ও মনরাজের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। ফাঁস হয়ে গিয়েছে তাঁদের বিয়ের কার্ডও। এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে নতুন বউয়ের সঙ্গে জমিয়ে নাচছেন ব়্যাপার রাফতার। কখনও আবার দিল তো পাগল হ্যায় গানের তালে কোমড় দোলাচ্ছেন মনরাজও। রাফতারের নামের মেহেন্দিও প্রদর্শন করছেন নতুন বউ।
জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। পেশায় তিনি একজন স্টাইলিস্ট ও ফিটনেস এন্থুয়িয়াস্ট। টেলিভিশনের একাধিক রিয়্যালিটি শো, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে স্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন। রাফতারের সঙ্গেও বহু মিউজিক ভিডিওতে কাজ করেছেন মনরাজ। MTV Roadies, MTV Hustle-এর মতো রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছেন রাফতার। যেখানে গ্যাং লিডার বা বিচারকের ভূমিকায় ছিলেন।
Congratulations Raftaar, Manraj @raftaarmusic
— Author of Desi Hip Hop (@Author_of_DHH) January 29, 2025
God bless Always 🔮🕉️ 💫🧿 pic.twitter.com/iLGuUlaHl1
২০১৬-তে কোমল ভোরার সঙ্গে বৈবাহিক জীবন শুরু করেন ব়্যাপার রাফতার। ২০২০-তে ডিভোর্সের মামলা করেন প্রাক্তন দম্পতি। পাঁচ বছর পর অতীত ভুলে নতুন জীবনে পা রাখলেন রাফতার। কয়েকদিন আগেই জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিকের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন আসনা শ্রফ। এরপরই ধারাল সুরেলিয়ার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল।