Grammy পুরস্কারের মঞ্চে কত কাণ্ডই না হচ্ছে। গায়ক এবং র্যাপার কয়েন ওয়েস্ট এবং তাঁর স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি যা কান্ড ঘটিয়েছেন, সেটি দেখার মত। এতদিন সকলে জানতেন, যে মেট গালায় সকলে উদ্ভট স্টাইল এবং আজগুবি ফ্যাশনের পোশাক পরে যায়। কিন্তু বিয়াংকা? তিনি যেভাবে এলেন...
এই ব্যক্তি আসলে অস্ট্রেলিয়ান মডেল। এবং তিনি নিজের পোশাকের জন্য নানা সময় আলোচনায় থাকেন, কিন্তু এবার পোশাক না থাকার জন্য তিনি বিতর্কে জড়িয়েছেন। অর্থাৎ? এই মডেল Grammy এর রেড কার্পেটে হাজির হয়েছেন কিছু না পরেই। প্রথমে অবশ্য পরনে ছিল একটি পালক দিয়ে তৈরি পোশাক। কিন্তু পরের দিকে সেটা হঠাৎ করেই খুলে দেন তিনি। এবং পেছনে ঘুরে দাঁড়িয়ে পড়েন। তাঁর স্বামী তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন।
কিন্তু, কেন হঠাৎ তিনি এই সিদ্ধান্ত নিলেন, এই নিয়েও আলোচনা। সেই মডেল নাকি দিব্যি পোজ দিচ্ছিলেন। কিন্তু, একটা সময় পর তাঁদের এই কান্ড দেখে পুলিশ সঙ্গে সঙ্গে সেখান থেকে ওদের বেরিয়ে যেতে নির্দেশ দেন। যদিও বা পেজ সিক্স বলছে, তাঁরা নিজেরাই এর থেকে বেরিয়ে গিয়েছেন, পুলিশের কোনরকম সাহায্যের প্রয়োজন পড়েনি।
কাইন সমাজ মাধ্যমে লিখছেন, "সবচেয়ে সুন্দরী মহিলার জন্য কাস্টম কোর্টার গ্র্যামি ড্রেস...।" বিয়াঙ্কার পোশাকের একটি চিত্রের ক্যাপশন দিয়ে লিখেছেন, "আমার সেরা বন্ধু আমার স্ত্রী।" আর এই মডেলকে দেখে বেশিরভাগ, লোকে স্তম্ভিত। তিনি কেন এই কাজ করলেন, সেকথাই জানতে চাইছেন বেশিরভাগ। কেউ কেউ তো এমনও বললেন....
"এ আবার কী ভয়ংকর দৃশ্য?" আবার কেউ বলেন, "উনার স্ত্রী এসব করে কী পান?" আবার কারওর কথায়, "উনারা তো নিমন্ত্রিত ছিলেন না, তাই লোকজন ওকে তাড়িয়ে দিয়েছিল কিছুক্ষন পর।" আবার কেউ বললেন, "স্বামীটা যত নষ্টের গোড়া, কেউ তাঁর স্ত্রীকে এভাবে এক্সপোজ করতে পারেন?" কারওর কথায়, "এটা ভয়ঙ্কর উদ্ভট! এরকম হতে নেই।"