Sridevi's Birth Anniversary: এবছরের গোড়ায় ভারতের প্রথম মহিলা সুপারস্টারের আকস্মিক মৃত্যুর ঘটনায় চমকে উঠেছিলেন সকলেই। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলের বাথটাবের জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে গিয়েছিলেন তিনি। তাঁর স্বামী বনি কাপুর বিয়ের অনুষ্ঠান শেষে দেশে ফিরে এলেও কয়েকটা দিন ওমানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন শ্রীদেবী। স্ত্রীকে সারপ্রাইজ দিতে বনি কাপুর ওমানে উড়ে গিয়ে দেখেন, তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। মুম্বইয়ে নিয়ে আসার আগে শ্রীদেবীর মরদেহ সুরক্ষিত ছিল সেখানকার একটি হাসপাতালে। মৃত্যুর আগে তার শেষ অভিনীত ছবি ছিল মম।
১৯৯০ থেকে রুপোলি পর্দায় কাজ বন্ধ করে দিয়েছিলেন শ্রীদেবী। এরপর ফিরে আসেন ২০১২ সালে, ছবি ছিল ইংলিশ ভিংলিশ। তিনি সেখানে এমন একজন মহিলার ভূমিকায় অভিনয় করেছিলেন, যে ইংরেজি বলতে না পারার জন্য তার মেয়ের কাছে হাসির পাত্র হন এবং পরে তা কাটিয়েও ওঠেন।
Chandni of Bollywood Sridevi's Birth Anniversary
শ্রী আম্মা ইয়াগনার আয়াপ্পন মরণোত্তর জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন মম ছবির জন্য। সুপারস্টার শ্রীদেবীর জন্মদিনে হাজারো ভক্ত স্মরণ করছেন তাঁকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে তাঁর অগণিত ফ্যান। আজ শ্রীদেবীর জন্মদিনে এক্সপ্রেস আর্কাইভ থেকে তুলে আনা হল তাঁর কিছু দুর্লভ ছবি।
পরিচালক বনি কাপুর তাঁর স্ত্রী শ্রীদেবীর সঙ্গে।
অস্কার ও কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছেন অভিনেত্রী।
তামিলনাড়ুর শিবকাশীতে জন্মেছিলেন শ্রী আম্মা ইয়াগনার আয়াপ্পন
তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ছবিতে অভিনয় করেছেন শ্রীদেবী। ১৯৬৯ সালে তামিল থুনাইভান ছবিতে আত্মপ্রকাশ করেন তিনি।
২০১৩ সালে ভারত সরকার পদ্মশ্রী সম্মান দেন ভারতের প্রথম মহিলা সুপারস্টারকে।
শাহরুখ খানের জিরো ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে শ্রীদেবীকে।
অভিনেত্রী হিসেবে শ্রীদেবীর ক্ষমতা ছিল বহুমুখী। কমেডি দৃশ্যে তাঁর অভিনয় নজরকাড়া।
অভিনেতা অনিল কাপুরের সঙ্গে শ্রীদেবী। Express archive photo
ওয়াক্ত কি আওয়াজ ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রীদেবী।
বলিউডের ট্র্যাডিশন ভেঙে শ্রীদেবী দেখিয়ে দিয়েছেন, শুধু পুরুষরাই নন, মহিলারাও বেশি বয়সে মুখ্য চরিত্রে অভিনয় করতে পারেন দাপটের সঙ্গে। মম ছবিতে তাঁর অভিনয় দেখার জন্য ছুটে গেছেন দর্শকরা।
শ্রীদেবীর মৃত্যুর পর তাঁর কন্যা জাহ্নবী কাপুর বলিউডে পা রেখেছেন।