/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/sridevi-759.jpg)
শ্রীদেবীর জন্মদিনে এক্সপ্রেস আর্কাইভ থেকে রইল তাঁর কিছু দুর্লভ মূহুর্তের ছবি।
Sridevi's Birth Anniversary: এবছরের গোড়ায় ভারতের প্রথম মহিলা সুপারস্টারের আকস্মিক মৃত্যুর ঘটনায় চমকে উঠেছিলেন সকলেই। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলের বাথটাবের জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে গিয়েছিলেন তিনি। তাঁর স্বামী বনি কাপুর বিয়ের অনুষ্ঠান শেষে দেশে ফিরে এলেও কয়েকটা দিন ওমানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন শ্রীদেবী। স্ত্রীকে সারপ্রাইজ দিতে বনি কাপুর ওমানে উড়ে গিয়ে দেখেন, তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। মুম্বইয়ে নিয়ে আসার আগে শ্রীদেবীর মরদেহ সুরক্ষিত ছিল সেখানকার একটি হাসপাতালে। মৃত্যুর আগে তার শেষ অভিনীত ছবি ছিল মম।
১৯৯০ থেকে রুপোলি পর্দায় কাজ বন্ধ করে দিয়েছিলেন শ্রীদেবী। এরপর ফিরে আসেন ২০১২ সালে, ছবি ছিল ইংলিশ ভিংলিশ। তিনি সেখানে এমন একজন মহিলার ভূমিকায় অভিনয় করেছিলেন, যে ইংরেজি বলতে না পারার জন্য তার মেয়ের কাছে হাসির পাত্র হন এবং পরে তা কাটিয়েও ওঠেন।
Chandni of Bollywood Sridevi's Birth Anniversary
শ্রী আম্মা ইয়াগনার আয়াপ্পন মরণোত্তর জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন মম ছবির জন্য। সুপারস্টার শ্রীদেবীর জন্মদিনে হাজারো ভক্ত স্মরণ করছেন তাঁকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে তাঁর অগণিত ফ্যান। আজ শ্রীদেবীর জন্মদিনে এক্সপ্রেস আর্কাইভ থেকে তুলে আনা হল তাঁর কিছু দুর্লভ ছবি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/sridevi-91.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/sridevi-101.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/sridevi-7.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/sridevi-8.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/sridevi-11.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/sridevi-12.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/sridevi-13.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/sridevi-14.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/sridevi-15.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/sridevi-61.jpg)
শ্রীদেবীর মৃত্যুর পর তাঁর কন্যা জাহ্নবী কাপুর বলিউডে পা রেখেছেন।