Advertisment

শ্রীদেবীর জন্মদিনে বলিউডের চাঁদনীর কিছু দুর্লভ মুহূর্তের ছবি

Bollywood Chandni's Birthday Anniversary: সুপারস্টার শ্রীদেবীর জন্মদিনে হাজারো ভক্ত স্মরণ করছেন তাঁকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে তাঁর অগণিত ফ্যান। আজ শ্রীদেবীর জন্মদিনে এক্সপ্রেস আর্কাইভ থেকে রইল তাঁর কিছু দুর্লভ মূহুর্তের ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শ্রীদেবীর জন্মদিনে এক্সপ্রেস আর্কাইভ থেকে রইল তাঁর কিছু দুর্লভ মূহুর্তের ছবি।

Sridevi's Birth Anniversary: এবছরের গোড়ায় ভারতের প্রথম মহিলা সুপারস্টারের আকস্মিক মৃত্যুর ঘটনায় চমকে উঠেছিলেন সকলেই। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলের বাথটাবের জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে গিয়েছিলেন তিনি। তাঁর স্বামী বনি কাপুর বিয়ের অনুষ্ঠান শেষে দেশে ফিরে এলেও কয়েকটা দিন ওমানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন শ্রীদেবী। স্ত্রীকে সারপ্রাইজ দিতে বনি কাপুর ওমানে উড়ে গিয়ে দেখেন, তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। মুম্বইয়ে নিয়ে আসার আগে শ্রীদেবীর মরদেহ সুরক্ষিত ছিল সেখানকার একটি হাসপাতালে। মৃত্যুর আগে তার শেষ অভিনীত ছবি ছিল মম।

Advertisment

১৯৯০ থেকে রুপোলি পর্দায় কাজ বন্ধ করে দিয়েছিলেন শ্রীদেবী। এরপর ফিরে আসেন ২০১২ সালে, ছবি ছিল ইংলিশ ভিংলিশ। তিনি সেখানে এমন একজন মহিলার ভূমিকায় অভিনয় করেছিলেন, যে ইংরেজি বলতে না পারার জন্য তার মেয়ের কাছে হাসির পাত্র হন এবং পরে তা কাটিয়েও ওঠেন।

Chandni of Bollywood Sridevi's Birth Anniversary

শ্রী আম্মা ইয়াগনার আয়াপ্পন মরণোত্তর জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন মম ছবির জন্য। সুপারস্টার শ্রীদেবীর জন্মদিনে হাজারো ভক্ত স্মরণ করছেন তাঁকে। বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে তাঁর অগণিত ফ্যান। আজ শ্রীদেবীর জন্মদিনে এক্সপ্রেস আর্কাইভ থেকে তুলে আনা হল তাঁর কিছু দুর্লভ ছবি।

Film director Boney Kapoor with his wife Sridevi. Express archive photo পরিচালক বনি কাপুর তাঁর স্ত্রী শ্রীদেবীর সঙ্গে।

Sridevi was honoured at the Oscars and Cannes Film Festival this year. অস্কার ও কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছেন অভিনেত্রী।

Sridevi was born in Sivakasi, Tamil Nadu. তামিলনাড়ুর শিবকাশীতে জন্মেছিলেন শ্রী আম্মা ইয়াগনার আয়াপ্পন

Sridevi also starred in Tamil, Telugu, Malayalam and Kannada films. In fact, she began her career with Tamil film Thunaivan in 1969. তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ছবিতে অভিনয় করেছেন শ্রীদেবী। ১৯৬৯ সালে তামিল থুনাইভান ছবিতে আত্মপ্রকাশ করেন তিনি।

The government of India honoured Sridevi with the Padma Shri, the fourth highest civilian honour, in 2013. ২০১৩ সালে ভারত সরকার পদ্মশ্রী সম্মান দেন ভারতের প্রথম মহিলা সুপারস্টারকে।

Sridevi will be seen in a cameo appearance in Shah Rukh Khan’s upcoming film Zero. শাহরুখ খানের জিরো ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে শ্রীদেবীকে।

Sridevi was an incredibly versatile actor. She could do both comedy and pathos with perfection. অভিনেত্রী হিসেবে শ্রীদেবীর ক্ষমতা ছিল বহুমুখী। কমেডি দৃশ্যে তাঁর অভিনয় নজরকাড়া।

Film star Anil Kapoor and Sridevi. অভিনেতা অনিল কাপুরের সঙ্গে শ্রীদেবী। Express archive photo

Film star Sridevi and Mithun Chakraborty in film WAQT KI AWAZ. Express archive photo *** Local Caption *** Film star Sridevi and Mithun Chakraborty in film WAQT KI AWAZ. ওয়াক্ত কি আওয়াজ ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রীদেবী।

n Bollywood, there is an unfortunate tradition of phasing out older actresses while male actors continue to be the leading men in their late 50s. Sridevi defied this trend and not only starred as the leading lady in MOM, but showed that she was still a crowd-puller. বলিউডের ট্র্যাডিশন ভেঙে শ্রীদেবী দেখিয়ে দিয়েছেন, শুধু পুরুষরাই নন, মহিলারাও বেশি বয়সে মুখ্য চরিত্রে অভিনয় করতে পারেন দাপটের সঙ্গে। মম ছবিতে তাঁর অভিনয় দেখার জন্য ছুটে গেছেন দর্শকরা।

শ্রীদেবীর মৃত্যুর পর তাঁর কন্যা জাহ্নবী কাপুর বলিউডে পা রেখেছেন।

sridevi Madras Rockers
Advertisment