Advertisment
Presenting Partner
Desktop GIF

Ustad Rashid Khan Passed Away: 'আমার একটুও দুঃখ হচ্ছে না…', উস্তাদজীর প্রয়াণে মুহূর্ত উদযাপন মীরের

Music maestro Rashid Khan Dies: বিগত বেশ কয়েকমাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সকালে উস্তাদজির শারীরিক অবস্থা অবনতি হয়। বিকেল ৩টে ৪৫ মিনিটে মৃত্যু হয় শিল্পীর।

IE Bangla Entertainment Desk এবং Anurupa Chakraborty
New Update
Rashid Khan, Rashid Khan Demise, Rashid Khan Passes Away

Ustad Rashid Khan Dies: আজও মনে রেখেছেন সেদিনের কথা, মীর বললেন...

Rashid Khan Passes Away: রশিদ খানের সুরেলা সফর সমাপ্ত? একেবারেই না। তিনি মিশে থাকবেন মানুষের অদেখা সুরে। সেই কণ্ঠে যা আজীবন মানুষ গাইতে থাকবেন। গতকাল, সঙ্গীতের এপারের জীবন শেষে তিনি পারি দিয়েছেন পরপারে। আজ তাঁর শেষকৃত্য।

Advertisment

রবীন্দ্র সদনে শায়িত রাখা রয়েছে তাঁর মরদেহ। শিল্পীকে শেষশ্রদ্ধায় স্মরণ করতে এসেছেন রামকুমার চট্টোপাধ্যায় থেকে অনেকেই। মানুষটির শিল্পে এবং সুরে তো গুণমুগ্ধ ছিলেন অনেকেই। কিন্তু, মানুষ হিসেবে তিনি ছিলেন আরও অনন্য। সেটে উপস্থিত থাকাকালীন তিনি সকলকে যেমন গান শোনাতেন তেমনই তাঁদের জন্য রান্না করে পর্যন্ত নিয়ে আসতেন।

তাই তো, সেসব দিনের কথা মনে করেই আর শোক পালন করতে পারছেন না সকলের প্রিয় মীর ( Mir Afsar Ali )। মীরের স্মৃতিতে রশিদ খান একদম অন্যরকম মানুষ। সকলের জন্য তিনি বিরিয়ানি বানাতেন। নিজে হাতে পরিবেশন করতেন, এবং সকলকে সামনে বসিয়ে খাওয়াতেন। মীর সেই দিনের একটি ভিডিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন - Ustad Rashid Khan Last Rite: উস্তাদজিকে শেষ দেখা দেখতে রবীন্দ্র সদনে ভিড়, দুপুরেই গান স্যালুটে শেষকৃত্য

কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে?

মীর নিজেই সেই ভিডিও করেন। এবং সেখানেই দেখা যাচ্ছে, উস্তাদজী নিজে হাতে বিরিয়ানি পকেটে পরিবেশন করছেন। মীর বলেন, "উনি নিজে খান আর সকলকে খাওয়ান। এটাই উনার ক্যারিশমা। কারণ, উনি কাল রাত আড়াইায় বিরিয়ানি বানিয়েছেন। এবং এখন সেটা সার্ভ করছেন সকলকে।" মীরের কথায় হেসে ওঠেন তিনি। বলেন, এবার খেয়ে নাও।

বেশ শান্ত স্বভাবের মানুষ ছিলেন। ধ্রুপদী সঙ্গীতের পাশাপাশি গান গেয়েছেন বলিউড সহ একাধিক বাংলা ছবিতে। গতকাল তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বছরটা শুরু হল বেদনার মধ্যে দিয়ে। আমার খালি রশিদের হাসিমুখটা মনে পড়ছে। আর মীর? রেডিও শিল্পীর আজ দুঃখ নয়। বরং মুহূর্ত উদযাপনের সময়। কারণ তিনি বলেন, "আমার একটুও দুঃখ হচ্ছে না। বরং তাঁর সঙ্গে যে সময় কাটিয়েছি সেটাই উদযাপন করছি। উনার মৌসিকী আর বিরিয়ানি দুটোর স্বাদ পাওয়ার সৌভাগ্য হয়েছিল।"

tollywood Rashid Khan bollywood Mir Afsar Ali Entertainment News
Advertisment