Advertisment
Presenting Partner
Desktop GIF

Rashmika Mandanna: মাঝ আকাশে চরম বিপত্তি, মৃত্যুমুখ থেকে কোনওমতে বাঁচলেন রশ্মিকা মন্দানা

Rashmika Mandana news : মৃত্যুর মুখ থেকে ফিরেই রশ্মিকা ঠিক কী বললেন...?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rashmika mandana flight crash bollywood

Rashmika news- বেঁচে ফিরলেন রশ্মিকা

Rashmika Mandana news: ট্রেনে ট্রাভেল করা আর প্লেনে ট্রাভেল করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারওর মধ্যে থাকে, অত্যধিক ভয় আবার কারওর উঁচুতে উঠলেই অত্যধিক শারীরিক কষ্ট। কিন্তু, রশ্মিকা মন্দানা ( Rashmika Mandana ) যে এভাবে, মৃত্যুর হাত থেকে বাঁচবেন যেন ভাবাই যায় না।

Advertisment

প্লেনে উঠলে মানুষের বেশ কিছু ভয় থাকেই। রশ্মিকা নিজেও তাঁর ব্যতিক্রম না। অভিনেত্রী অতিরিক্ত ঝাঁকুনি কিংবা প্লেন ক্র্যাশ নিয়ে সবসময় আতঙ্কে থাকেন। আর গতকাল, যখন তাঁর বিমানটি ইমারজেন্সি ল্যান্ডিং করল তখন তাঁর যা অবস্থা হয়েছিল, সেকথা তিনি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

অভিনেত্রীর সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী শ্রদ্ধা দাস ( Shraddha Das )। দুজনে কাল যা অনুভব করলেন তাতে স্তম্ভিত দুজনেই। তাও হাসি থামছে না। রশ্মিকা নিজের সোশ্যাল মিডিয়ায় গিয়ে লিখলেন, "ঠিক এইভাবে আমরা আজ মৃত্যুর কবল থেকে ফিরে এলাম।" কীভাবে?

আরও পড়ুন - Mannara Chopra: দিদির নাম উঠবে কেন? প্রিয়াঙ্কাকে নিয়ে অস্বস্তি! মান্নারাকে উপদেশ দিয়ে ভুল করলেন দেশী গার্ল?

দুই অভিনেত্রী ভয়ের চোটে ফ্লাইটের সামনের সিটে পা টিপে বসেছিলেন। ভয় এতটাই যে পায়ের চাপে জুতো বেঁকে যাওয়ার জোগাড়। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা! সূত্রের খবর...

rashmika mandana flight scene

যে ফ্লাইটে তারা বাড়ি ফিরছিলেন সেটি মুম্বাই থেকে হায়দ্রাবাদগামী একটি ফ্লাইট ছিল। এবং কিছু টেকনিকাল গ্লিচের কারণে সেটিকে জরুরি অবতরণ করানো হয়। প্রতিবেদনে জানানো হয়েছে এয়ার ভিস্তরার বিমানটি অতিরিক্ত টারব্যালেন্সের কারণে এবং অপ্রত্যাশিত প্রযুক্তিগত সমস্যার কারণে  ৩০ মিনিটের মধ্যেই ফের মুম্বাই ফিরে আসে সেই ফ্লাইট। এবং এই ঘটনায় কেউ আঘাত পায়নি।

উল্লেখ্য, সম্প্রতি রশ্মিকা তাঁর অ্যানিম্যাল ছবির জন্য বেশ প্রশংসা পেয়েছেন। রণবীর কাপুর এর সঙ্গে এই ছবি বিরাট টাকার ব্যবসা করেছে। অন্যদিকে, পুষ্পা -২ ছবিতে কাজ শুরু করেছেন রশ্মিকা।

Entertainment News
Advertisment