Advertisment

Rashmika Mandana: জিম করতে গিয়ে গুরুতর চোট রশ্মিকার, বন্ধ সলমানের সিকন্দারের শ্যুটিং

Rashmika Mandana Injury: জিমে শরীরচর্চা করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন রশ্মিকা। আপাতত বন্ধ সলমানের আপকামিং মুভি সিকন্দারের শ্যুটিং।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
জিম করতে গিয়ে গুরুতর চোট রশ্মিকার

জিম করতে গিয়ে গুরুতর চোট রশ্মিকার

Rashmika Mandana-Salman Khan: দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক অঘটন। কখনও সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যুতে জেল খাটতে হচ্ছে আল্লু অর্জুনকে তো কখনও আবার রাম চরণের ছবির প্রিমিয়ার থেকে বাড়ি ফেরার পথে ভক্তের মৃত্যু। এবার সামনে এল আরও এক খবর। চোট পেয়েছেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানা।

Advertisment

সেই জন্য পিছিয়ে গেল সলমান খানের ছবির শ্যুটিংও। প্রসঙ্গত, সিকন্দার-এ সলমানের সঙ্গে কাজ করছেন বড় পর্দার শ্রীভল্লি। চোটের কারনে আপাতত কয়েকটা দিন শ্যুটিং থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। পিঙ্কভিলার রিপোর্ট মোতাবেক, ১০ জানুয়ারি সলমান খান ও রশ্মিকা মন্দানার আপকামিং মুভি সিকন্দার-এর শেষ পর্বের শ্যুটিং হওয়ার কথা ছিল।

Advertisment

কিন্তু, জিমে শরীরচর্চা করতে গিয়ে আঘাত পান অভিনেত্রী। চিকিৎসক তাঁকে কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন। শীঘ্রই সুস্থ হয়ে শ্যুটিংয়ে ফিরতে পারবেন বলে আশাবাদী রশ্মিকা মন্দানা। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, 'সম্প্রতি জিমে শরীরচর্চা করতে গিয়ে চোট পেয়েছেন। ধীরে দীরে সুস্থ হচ্ছেন। কয়েকদিনের জন্য শ্যুটিং বন্ধ রয়েছে। আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন। খুব শীঘ্রই শ্যুটিংয়ে ফিরবেন।' 

সাম্প্রতিক অতীতে Mid-Day-এর প্রকাশিত খবর অনুযায়ী, ১০ জানুয়ারি মুম্বইয়ে সিকন্দরের শেষ পর্বের শ্যুটিং হবে। এরপরই শ্যুটিং শেষ করবেন সলমান খান ও রশ্মিকা মন্দানা। মার্চে ছবি মুক্তির পরিকল্পান রয়েছে। সেই হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহেই ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

AR Murugadoss পরিচালিত সিকন্দার-এ সলমান-রশ্মিকার সঙ্গে এই ছবিতে রয়েছেন কাজল আগরওয়াল, প্রতীক বব্বর। উল্লেখ্য, কিক-এর পর আরও একবার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কাজ করছেন ভাইজান। ২০২৫-এর ঈদে মুক্তি পাবে সলমান-রশ্মিকা অভিনীত সিকন্দার। 

Bollywood Actor bollywood movie salman khan Rashmika Mandanna Bollywood News bollywood actress
Advertisment