একের পর এক তারকা এবার যোগ দিচ্ছেন বিজেপিতে। কঙ্গনা রানাউতের পাশাপাশি শেখর সুমন রয়েছেন সেই তালিকায়। এবার কি তবে, রশ্মিকা মান্দানা? দক্ষিণী অভিনেত্রীকে নিয়ে ক্রমশ আলোচনা চলছে।
নবনির্মিত অটল সেতু প্রসঙ্গে বলতে গিয়েই অভিনেত্রী প্রধানমন্ত্রীর প্রসংশায় পঞ্চমুখ। অভিনেত্রী এমনই বলেন, মোদীর ছত্রছায়ায় ভারতের উন্নতি আটকে রাখা সম্ভব না। আর এরপর থেকেই বেশিরভাগের মন্তব্য ঠিক এমনই, হয়তো বা রাজনীতিতে আসতে চলেছেন তিনি।
ঠিক কী বলেছেন অভিনেত্রী?
রশ্মিকার কথায়, "দুই ঘণ্টার যাত্রা এখন ২০ মিনিটে সম্ভব। কেউ ভাবতে পেরেছিল, এমন কিছুও সত্যিই সম্ভব? নবি মুম্বাই থেকে গোয়া, বেঙ্গালুরু থেকে মুম্বাই-এত সহজে পৌঁছে যাওয়া যাচ্ছে। এত দারুণ স্থাপত্য! আমার সত্যিই গর্ব হয়।"
আরও পড়ুন - Kangana Ranaut: সম্পত্তির কুল-কিনারা নেই, কোটি কোটি টাকা-বহুমুল্য সোনার মালিক BJP প্রার্থী কঙ্গনা!
এখানেই শেষ না, অভিনেত্রী এবার ভারতের উন্নয়নের পাশাপাশি নরেন্দ্র মোদীর ভারত-প্রেমের কথা উল্লেখ করেই বললেন, "আমার এখন অন্তত মনে হচ্ছে, ভারত কোথাও থামার নয়। শেষ দশ বছরে যে পরিমাণ উন্নতি করল ভারত, দেখবার মতো। আমার মনে হয়, এটাই আমাদের সময়। সাত বছরে যা যা হল। আমি অভিভূত। ভাষায় প্রকাশ করার মতো নয়। ভারত এখন সবছেয়ে স্মার্ট দেশ। আমি এটুকুই বলতে পারি।"
ভারত দ্রুত-গতিতে এগিয়ে চলেছে। এদেশের যুব-সমাজকে নিয়েও রশ্মিকা বলেন, তাঁরা এখন খুব দায়িত্ববান। তাঁরা যেটা দেখছে, সেটাই তো শুনবে-বুঝবে। তাঁদের ভুল বোঝানো সম্ভব না। যদিও, এতসব বক্তব্যের পড়েই অভিনেত্রী বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সেই নিয়ে জোরালো আলোচনা।