Rashmika Confirms Relationship: দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানা এখন জমিয়ে কাজ করছেন বলিউডেও। সলমানের সঙ্গে সিকন্দরে স্ক্রিন শেয়ার করেছেন পর্দার শ্রীভল্লি। অভিনয়ের জন্য যেমন চর্চায় থাকেন তেমনই আবার ভক্তদের ফোকাসে রয়েছে রশ্মিকার ব্যক্তিগতজীবন। অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষো দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে সম্পর্কে রয়েছেন রশ্মিকা। বেশ কয়েকবার সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন যুগলে।
কিন্তু, বারবার নিজেদের সম্পর্ককে বন্ধুত্বেরই দোহাই দিয়েছেন। এমনকী রশ্মিকার বলিউডে ডেবিউ মুভি গুডবাই মুক্তির পরদিনই মলদ্বীপের উদ্দেশে রওনা দেন। বিমানবন্দরে রশ্মিকা পৌঁছনোর বেশ কিছুক্ষণ পর সেখানে হাজির হয়েছিলেন চর্চিত প্রেমিক বিজয়। তখনও মুখে কুলুপ। সিক্রেট লাঞ্চ ডেটেও দেখা গিয়েছে চর্চিত লাভবার্ডসকে।
দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রেমচর্চায় এবার সিলমোহর দিলেন খোদ রশ্মিকা মন্দানাই। হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে সত্যি খোলসা করলেন অভিনেত্রী। তিনি বলেন, 'আমার আমার কাছে সুখ-শান্তির জায়গা (হ্যাপি প্লেস)। ঘরে থাকলে মনে হয় এটাই আমার শিকড়। সাফল্য-ব্যর্থতা সব এখান থেকেই আসে। ঘরের সঙ্গে যুক্ত অনুভূতিগুলো হয়তো সবসময় থাকে না।
কিন্তু, ঘর সবসময় থাকে। তাই আমি ঘর থেকেই কাজে যেতে পছন্দ করি। এই ঘরই আমাকে সবকিছু দিয়েছে। একজন মেয়ে, বোন, সঙ্গী সবকিছুই এই ঘরের জন্য। আজ আমি যে জায়গায় রয়েছি সেটাও এই ঘরের জন্যই। জীবনকে আমি সম্মান করি, ব্যক্তিগত জীবনে যা রয়েছে সেটাকেও।'
একজন পুরুষের প্রতি কী ভাবে তিনি আকৃষ্ট হন? পুষ্পা খ্যাত শ্রীভল্লি ওরফে রশ্মিকার সংযোজন, ' চোখই মনের আয়না। আমি এটা বিশ্বাস করি আর নিজেকে সর্বদা হাসিখুশি রাখি। যে মানুষের মুখে হাসি লেগে থাকে সেই মানুষগুলোকেও আমি পছন্দ করি।
সেই সঙ্গে অবশ্যই যাঁরা প্রত্যেকটি মানুষকে সম্মান করে। সে যেই হোক না কেন।' বিজয় দেবেরাকোণ্ডাও সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। কিন্তু, নাম প্রকাশ্যে তিনি অনিচ্ছুক। সময় হলে সবটা জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। উল্লেখযোগ্যভাবে রশ্মিকাও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন। কিন্তু, পার্টনারের নাম প্রকাশ্যে আনলেন না।