Mimi Chakroborty on Ratan Tata: রতন টাটা, তিনি সত্যিই যেন পুজো করার মতো মানুষ। মানুষের স্বার্থ তো বটেই তবে এবার তিনি চারপেয়ে পোষ্যদের কথা চিন্তা করেই এক বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। রতন টাটা ( Ratan Tata ), পেট প্রজেক্টের কাজ শেষ। ১৬৫ কোটির এই প্রজেক্টে ( Pet project ), যে হাসপাতাল বানানো হবে তাতে কুকুর, বিড়াল, খরগোশ এবং নানা ছোটপ্রাণীদের চিকিৎসা করা হবে।
Advertisment
রতন টাটা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজের জীবনে অনেক চারপেয়েদের অভিভাবক হিসেবে ছিলেন তিনি। বাড়িতে তাদের চারপেয়েদের থাকার অর্থ, আরেকজন সদস্য থাকা। বিদেশে পড়াশোনা চলাকালীন নিজের আর চারপেয়ে বন্ধুর শারীরিক অসুস্থতা চোখের সামনে দেখেছেন। তারপর থেকেই নানা সমস্যার পর আজকের এই সিদ্ধান্ত। একদিকে, নিজের পোষ্যদের নিয়ে যেমন রতন টাটা ভীষণ চিন্তিত, তেমনই অভিনেত্রী মিমি চক্রবর্তী ( Mimi Chakroborty ) তার পোষ্যদের নিয়ে এই সিদ্ধান্তে বেশ গর্বিত।
অভিনেত্রী, মিমি চক্রবর্তীর বাড়িতে রয়েছে তিনটে পোষ্য সন্তান। এবং তাদেরকে নিয়ে মিমির ব্যস্ততার শেষ নেই। যদিও, তাঁর মধ্যে একজনকে মিমি হারিয়েছেন। অভিনয় জীবন বাদ দিয়ে তাঁর একমাত্র লক্ষ্য চারপেয়ে শিশুরা। মিমি এবার রতন টাটার সিদ্ধান্তে গর্বিত। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই খবর। রতন টাটার উদ্দেশ্যে তিনি লিখলেন..
"এমন মানুষ আর দুটো হয় না। কী অনবদ্য সিদ্ধান্ত"। নিজে চারপেয়ে সন্তানের মা হিসেবে এই প্রয়োজনীয়তা বেশ ভালই বোঝেন। তাই তো, টাটার এই সিদ্ধান্তে নিদারুণ খুশি। প্রকাশ্যে প্রশংসা করলেন তিনি। প্রসঙ্গত, নিজের ভ্যাকেশন মোডে রয়েছেন অভিনেত্রী। স্কুবা ডাইভিং করেছেন তিনি। বন্ধুদের সঙ্গে এক দারুণ সুন্দর সময় কাটিয়েছেন। কিছুদিন আগেই রিলিজ করেছে তাঁর গান ভাল্লাগছে না। সেটিও বেশ জনপ্রিয়তা পায়।