Raveena Tandon accused: মদ্যপ অবস্থায় পথচলতি মহিলাকে বেধড়ক মার! রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ 

Raveena tandon controversy - ভয়ে কুঁকড়ে গেলেন অভিনেত্রী। অভিনেত্রীর ড্রাইভার প্রথমে অনিয়ন্ত্রিত গাড়ি চালিয়েই রোষানলে আসেন। তাঁর হয়ে ক্ষমা চাইতে দেখা যায় রবিনাকে...

Raveena tandon controversy - ভয়ে কুঁকড়ে গেলেন অভিনেত্রী। অভিনেত্রীর ড্রাইভার প্রথমে অনিয়ন্ত্রিত গাড়ি চালিয়েই রোষানলে আসেন। তাঁর হয়ে ক্ষমা চাইতে দেখা যায় রবিনাকে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Raveena tandon, raveena tandon news, Raveena tandon updates, Raveena tandon accused, Raveena tandon controversy

Raveena tandon accused- অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ

অভিনেত্রী রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। রাস্তায় নেমে নাকি সাধারণ মানুষকে মেরেছেন তিনি! তারপর তাঁকে ঘিরে ধরে যা করলেন তারা...

Advertisment

মুম্বাইয়ের রাস্তায় ঘটেছে এই ঘটনা। শনিবার মধ্য রাতে অভিনেত্রীকে গাড়ি থেকে বেরিয়ে এমন কান্ড করতে দেখা যায় যাতে স্তম্ভিত অনেকেই। অভিনেত্রীর ড্রাইভার প্রথমে অনিয়ন্ত্রিত গাড়ি চালিয়েই রোষানলে আসেন। তাঁর হয়ে ক্ষমা চাইতে দেখা যায় অভিনেত্রীকে। 

কিন্তু, অভিযোগকারীদের কথায় ঘটেছে আসলে অন্য ঘটনাই। অভিনেত্রীকে ঘিরে ধরেন অভিযোগকারীরা। তাঁদের মুখে এমনও কথা শোনা যায় যে পুলিশ ডাকুন। আরেক মহিলাকে ক্রমাগত বলতে শোনা যায়, উনি আমার গায়ে হাত তুলেছেন। আমার নাক দিয়ে রক্ত পড়ছে। সাদা রঙের পোশাকে ভাইরাল রবিনার ভিডিও। 

Advertisment

আরও পড়ুন - Aditya Roy Kapoor: অনন্যার সঙ্গে বেদনাময় বিচ্ছেদ, ‘তাগিদই খুঁজে পাই না…’, কীভাবে এত শান্ত থাকলেন আদিত্য রায় কাপুর?

কী ঘটেছে আসলে? 

সূত্রের খবর নিয়ন্ত্রণ ভেঙে গাড়ি চালাচ্ছিলেন তাঁর ড্রাইভার। রবিনা তাঁকে বাঁচাতে মদ্যপ অবস্থায় গাড়ি থেকে নেমে আসেন এবং এক অভিযোগকারীর মায়ের গায়ে হাত তোলেন। তিনি মাথায় চোট পান বলেও জানা গিয়েছে। অভিনেত্রী ভয় পেয়েই বারবার চিৎকার করতে থাকেন, আমায় মারবেন না। আমায় দয়া করে ধাক্কা দেবেন না। কিন্তু জনরোষের কবলে পড়ে অভিনেত্রীর যায় যায় অবস্থা। অভিযোগকারীরা রীতিমতো স্লোগান দিতে থাকেন যে, একে ধরে মারো। 

যদিও, অভিনেত্রী সমস্ত বিষয়টায় আইনিভাবে সামলে উঠছেন। এমনকি এও জানা যাচ্ছে যে, অভিনেত্রী নিজেকে বাঁচাতেই হাত ওঠাতে বাধ্য হয়েছিলেন। আরও জানা গিয়েছে সেই গাড়ি কোনও মানুষের ক্ষতি করেনি। তবে, রবিনার গায়ে হাত তোলার বিষয়টা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ। চলছে তদন্ত। 

bollywood Entertainment News Raveena Tandon