Raveena Tandon At Airport: sফের ভক্তদের দিল জিতে নিলেন বলিউডের নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বরিনা ট্যান্ডন। বিমানবন্দরে কান থেকে সোনার দুল খুলে এক সেলেব পাপারাৎজ্জিকে উপহার দিলেন অভিনেত্রী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রবিনার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। সঙ্গে ছিলেন রাসা। মা-মেয়ে বিমাবন্দরে পৌঁছতেই ক্যামেরার ফ্ল্যাশলাইটের ঝলকানি।
হাসি মুখে ক্যামেরায় পোজ দেন রবিনা। রাসা একটু এগিয়ে গিয়ে দাঁড়ান। তখনই কান থেকে দুলটা খুলে মিষ্টি করে হেসে ওই পাপারাৎজ্জির হাতে দেন রবিনা ট্যান্ডন। গ্ল্যামারাস দুনিয়ার একজন সুপারস্টার এত দিলদার! রবিনার ব্যবহারে আপ্লুত অনুরাগীরা। তিনি যেন সত্যিই 'তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত'।
তবে রবিনার ক্ষেত্রে কিন্তু, এমন ঘটনা প্রথমবার নয়। গত মাসে একটি গণবিবাহের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় নিজের হাতের সোনার বালা খুলে সেটিকে প্রথমে চম্বুন করেন। তারপর নববধূকে সেই বালা উপহার দেন রবিনা। করতালিতে ফেটে পড়েছিল বিয়ের আসর।
অনুরাগীদের ভালবাসায় ভেসেছিলেন অভিনেত্রী। এক নেটিজেন বলেছিলেন,'এটা সত্যিই সোনার বালা? দারুণ ব্যাপার!' অপর এক ব্যক্তি রবিনার ব্যবহারে খুশি হয়ে লিখেছিলেন, 'খুব ভাল কাজ'। রবিনাকে শেষ দেখা গিয়েছে 'Ghudchadhi'-তে। এই ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত,অরুণা ইরানি সহ আরও অনেকে। জিও সিনেমাতে মুক্তি পেয়েছে ছবিটি। পরবর্তী সিনেমা অ্যানিস বাজমির ওয়েলকাম ফ্রাঞ্চাইজির আপকামিং মুভি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল।'
এই ছবিটি ওয়েলকাম ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি। রবিনা ট্যান্ডন ছাড়াও অভিনয়ে রয়েছেন অক্ষয় কুমার, জ্যাকলিন, সঞ্জয় দত্ত, দিশা পাটানি, পরেশ রাওয়াল, তুষার কাপুর, রাজপাল ইয়াদভ, শ্রেয়াস তালপেড়ে, ফরিদা জালাল ও জনি লিভার। চলতি বছরেই হিন্দি ছবির দর্শককে কমেডির স্বাদ দিতে আসছে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল।'