/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/rv.jpg)
রবিনার শর্ত
অভিনয় করতে গিয়ে এত ভাবনা চিন্তা! টিপ টিপ বর্সা পানি গানের আগে বিরাট কিছু ভেবে রেখেছিলেন রবিনা ট্যান্ডন। সেন্সুয়াল গানের সঙ্গে নিজেকে কী করে মানিয়ে নেবেন?
গানটি শুনেই রবিনা বুঝতে পারেন এটি বেশ অন্যরকম হতে চলেছে। শুধু তাই নয়, কতটা সেন্সুয়াল হতে চলেছে, কীভাবে উপস্থাপিত হবে সবকিছু নিয়েই বেশ চিন্তায় ছিলেন। সম্প্রতি সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন তিনি। অভিনেত্রী জানান, এই গানগুলির আগে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি এতটা আবেদনের সঙ্গে নাচতে পারবেন কি না? তাতে বেশ অবাক হয়েছিলেন রবিনা। রবিনার কথায়," আমি জানতাম এই গানটা একটু অন্যধরনের, তবে অতিরিক্ত যৌনতা দেখানোর প্রয়োজন ছিল না। সবকিছুর একটা মাত্রা থাকে আর তাঁর সঙ্গে নির্দিষ্ট একটা ফাঁক ও থাকে।"
আরও পড়ুন < আলিয়া-রনবীর বাদ! ফের একসঙ্গে রণবীর-দীপিকা, করণের বাড়িতে চুটিয়ে আড্ডা, ব্যাপারটা কী? >
আবেদনময়ী দেখানোর জন্য কী প্রয়োজন? ছোট পোশাক নাকি অন্যকিছু? বেশ অন্যধরনের কিছুই ভেবে রেখেছিলেন তিনি। সবকিছু নির্দিষ্ট বিষয়ের মধ্যে থাকাই ভাল। রবিনা ভেবেই নিয়েছিলেন শাড়ি পরেও ঝড় তোলা যায়। শুধুই মুখভঙ্গি এবং দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে এসব। তিনি বললেন, "আমি তো নিশ্চিত ছিলাম যাতে শাড়ি খুলে না যায়, এটা হবে না। ওটা হবে না। চুমু খাওয়া যাবে না। কিছু হবে না একটা গানে। টিক মার্কের থেকে বেশি ক্রশ মার্ক ছিল। তারপরই টিপ টিপ, এবং আমি এখনও বলতে পারি, সেন্সুয়ালিটির সঙ্গে সঙ্গে এই গান সবকিছুর একটা পারফেক্ট ব্যালেন্স ছিল।"
তখনও ইন্ডাস্ট্রিতে নতুন রবিনা। বাবার খারাপ লাগবে এই ভেবেই অক্ষয়কে চুমু খেতে পর্যন্ত রাজি ছিলেন না তিনি। বলেছিলেন, বাবা দেখলে খুব রাগ করবেন। এসব করা যাবে না। কিন্তু পরিচালক সাহেব ছিলেন আরও এক কাঠি ওপরে। তিনি নাকি জানিয়েছিলেন, বাবাকে দেখিও না সিনেমা, তাহলেই হবে।