/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/354200872_942967780288615_8231666072228473990_n.jpg)
রবিনা ট্যান্ডন
যত মেকআপ, যত বোটক্স হিরোইন রাই করে? হিরোরা কিছুই করে না? তাঁরা সব ধোয়া তুলসী পাতা? এবার এমন কিছু বললেন রবিনা, যে অবাক হতে হয়। অভিনেত্রী হিসেবে বহুকিছু দেখেছেন। এবার করিনার সঙ্গে বসেই গসিপ করলেন রবিনা।
করিনার শোয়ে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই প্রসঙ্গ উঠল আন্দাজ আপনা আপনা ২ এর। করিনার বোন করিস্মা কাজ করেছিলেন সেই ছবিতে। হিরোইনদের ডেকে ডেকে প্রশ্ন করেন সকলে। মেকাপ করেছে কিনা, সার্জারি করেছে কিনা? বোটক্স করেছে কিনা, কিন্তু হিরোদের কেন করা হয় না এসব প্রশ্ন? রবিনা বললেন...
আরও পড়ুন < রবিঠাকুরকে আলিয়ার ‘ঠাকুরদা’! বাংলায় চরম অসন্তোষ রণবীরকে নিয়ে, তাও দোষ দেখছেন না চুর্নী? >
"যত প্রশ্ন, কটাক্ষ সব আমাদের। হিরোদের তো কেউ কিছু জিজ্ঞেস করে না। কী মনে করে? ওরা এসব করে না? হিরোরা বোটক্স করে না? তাহলে যত আঙ্গুল আমাদের দিকে কেন? ছেলেরা যৌবন ধরে রাখতে কী এমন খায় যেটা আমরা জানি না, কিংবা আমরা হিরোইনরা তাঁর নাগাল পাই না? যদিও, আমাদের হিরোরা যত বয়সই হোক না কেন, তাঁদের অল্পবয়সী হিরোইন চাই। আমি তো মজা নিয়েছিলাম একসময়, যে আন্দাজ আপনা আপনা ২ কখনও তৈরি হয় তাহলে দেখব আমির আর সলমন তখন আমাদের ছবিতে মালা দিচ্ছে। আর নতুন ২১ বছরের হিরোইন নিয়ে আবার সিনেমা শুরু হচ্ছে।"
ইন্ডাস্ট্রির এখন বেশ অন্য ব্যবস্থা। বলিউডে নতুন ধরনের কাজ হচ্ছে। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজের ময়দানেও নেমে পড়েছেন তারকারা। তাবু থেকে রবিনা কিংবা নীনা গুপ্তা - সেই দলে রয়েছেন অনেকেই। রবিনা সাফ জানালেন, সামনের দিনে আরও ভাল কিছু হওয়ার সুযোগ রয়েছে। তাতেই ইন্ডাস্ট্রির মঙ্গল।