Katrina Kaif-Raveena: কুম্ভে স্নান করছিলেন ক্যাটরিনা, লুকিয়ে ভিডিও করতেই রবিনার রোষানলে অভিযুক্ত...

katrina's kumbh video viral: ক্যাটরিনা কাইফের সফরের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল লোক ক্যাটরিনার সম্মতি ছাড়াই গোপনে ভিডিও করছে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raveena tandon slams men for record katrina

Raveena-Katrina: ক্যাটরিনাকে নিয়ে কী বলছেন রবিনা? Photograph: (ফাইল চিত্র )

পর্দার সম্ভাজি মহারাজ ভিকি কৌশল নিজের ছবি রিলিজের আগে মহাকুম্ভে গিয়েছিলেন একা। কিন্তু, ক্যাটরিনা কাইফ আসলেই যে কত ভাল ছেলের বউ সেকথা তিনি প্রমাণ করেছেন শাশুড়িকে মহাকুম্ভে নিয়ে গিয়ে। অনেকেই এমন বলেছিলেন যে এহেন বড় মাপের তারকা কিন্তু, একদম সাদামাটা, সর্বোপরি শাশুড়িকে নিয়ে যেভাবে তিনি পুণ্য অর্জনে সামিল হয়েছিলেন, তাতেই অনেকে প্রশংসা করেছেন। 
 
ক্যাটরিনা কাইফের সফরের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল লোক ক্যাটরিনার সম্মতি ছাড়াই গোপনে ভিডিও করছে এবং অনুপযুক্ত মন্তব্য করছে। ক্লিপটি নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া পেয়েছে। মহাকুম্ভে অংশ নেওয়া রবিনা ট্যান্ডনও তাদের আচরণের নিন্দা করে এটিকে "জঘন্য" বলে অভিহিত করেছেন।

Advertisment

ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি নিজেদের ফোনে ক্যাটরিনাকে রেকর্ড করছেন এবং তারপর অভিনেত্রীর দিকে তাকাচ্ছেন, যিনি তাদের পাশে স্নান করছিলেন। তাদের মধ্যে একজন বলেছিলেন, "এই আমি, এটি আমার ভাই এবং এটি ক্যাটরিনা কাইফ", এবং তাঁদের মন্তব্যের জেরে চারপাশে অনেকেই হাসাহাসি করছিলেন।


 
একটি বিনোদন নিউজ পোর্টাল ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছে। ভিডিওটির কমেন্ট সেকশনে রবিনা লিখেছেন, "এটা জঘন্য। এই ধরনের লোকেরা এমন একটি মুহূর্ত নষ্ট করে যা শান্তিপূর্ণ এবং অর্থবহ।"  ব্যবহারকারীদের একাংশ ওই ব্যক্তিকে তাদের আচরণের জন্য তিরস্কারও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "খুব খারাপ... গণহারে দাদাগিরি। ' আরেকজন মন্তব্য করেছেন, "এটা নানাভাবে অসম্মান। এটা বিব্রতকর।" 

Advertisment

উল্লেখ্য, ক্যাটরিনা নিজেকে এখন ফিল্মি দুনিয়া থেকে সরিয়ে রেখেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে বিজয় সেতুপতির মেরি ক্রিসমাস ছবিতে। তারপর তাঁর স্বামীর সঙ্গে কিছুদিন আগে ছাভা ছবির প্রোমোশনে দেখা গিয়েছিল তাঁকে। 

bollywood katrina kaif Raveena Tandon bollywood actress Bollywood Celeb Home