এরকম মার বোধহয় নিজের কেরিয়ারে কিংবা ভিলেনের হাতেও তিনি খাননি। বাবা যেভাবে তাঁকে মেরে হারে দূর্বাঘাস গজিয়ে দিয়েছিলেন, অভিনেতা এবং সাংসদ রবি কিষন আজও ভোলেননি সেকথা। তিনি নিজেই এক সাক্ষাৎকারে সেকথা জানিয়েছেন।
তিনি ভোজপুরী ইসাডাস্ট্রির সুপারস্টার। একদিকে, যেমন সিনেমার পর্দায় তাঁকে দেখা যায় নানা ভূমিকায়, তেমনই তিনি গান গেয়েছন বহুবার। বিশেষ করে, লাপাতা লেডিস ছবিতে তাঁকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকায়। কিন্তু, ঠিক যেসময় থেকে অভিনয়ের ভুত মাথায় চাপছেতাঁর বাআব্র কাছে এমন মার খাবেন, যেন কল্পনাও করতে পারেননি।
অভিনেতা জানিয়েছেন, এলাকার বন্ধুদের সঙ্গেই নাটকের মহড়া দিচ্ছিলেন তিনি। যদিও বা পাড়ায়, এদিক ওদিক বহুদিন যাবত নাটকে অংশ নিতেন। কিন্তু, সেবার যখন মায়ের শাড়ি পড়ে সীতার ভূমিকায় রিহার্সাল দিচ্ছেন এমন ঘটনা ঘটবে যেন ভাবতেই পারেননি। তাঁর কথায়, রামলীলায় আমি সবসময় অংশ নিতাম। কিন্তু সেইবার সীতামায়ের ভুমিকায় অভিনয় করার সুযোগ হয়েছিল। আমি আমার মায়ের একটা শাড়ি নিয়ে, সারাদিন রিহার্সাল করছি। এবং আমার বাবা জানতে পেড়ে যান। তারপর?
ভয়ে আজও ত্রস্ত অভিনেতা। আরও বলেন, এরপর আমি যখন বাড়ি ফিরলাম, আমার বাবা আমায় বেল্ট দিয়ে মেরেছিলেন। আমার মনে আছে, সহয ভাষায়, উনি যেভাবে আমায় ধুয়েছিলেন, আমার চামড়া উঠে আসার মতো অবস্থা। আমার মনে হয়েছিল, উনি হয়তো সেই রাতে আমায় চুপ করিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ছেলেকে, ওরকম মারাত্মক মার খেতে দেখে থমকে গিয়েছিলেন মা। অভিনেতা জানান, সেদিন রাতেই নাকি তারঁ মা তাঁকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছিলেন।
রবির কথায়, "সেই রাতেই আমার মা, আমায় ৫০০ টাকার নোট ধরান, এবং বলেন, তুমি গ্রাম ছেড়ে চলে যাও, নয়তো তোমার বাবা তোমায় মেরে ফেলবেন।" তারপরেই তিনি নাকি পালিয়ে মুম্বাই চলে আসেন।