Advertisment
Presenting Partner
Desktop GIF

Ravi Kishan: বিলাসবহুল গাড়ির অন্ত নেই, কোটি কোটি টাকার সম্পত্তি-সোনা গয়নার মালিক রবি কিষন 

Ravi Kishan Net worth: দেনাও রয়েছে প্রায় কোটি টাকার! কতর মালিক রবি কিষন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ravi Kishan Bhojpuri actor gorakhpur mp property net worth entertainment news

কত সম্পত্তি রবি কিষনের?

লোকসভা নির্বাচনে তারকা প্রার্থীর অন্ত নেই। বাংলায় তো বটেই দেশ জুড়ে এমন তারকা প্রার্থী অনেকেই রয়েছেন। যে নামটি উল্লেখ না করলেই নয় সেটি হল রবি কিষণ। বহুবছর ধরে রাজনীতির সঙ্গে তিনি জড়িয়ে। 

Advertisment

গোরোখপুরের সংসদ তিনি। এবারও টিকিট পেয়েছেন। মনোনয়ন পেশের পাশাপাশি নজরে এসেছে তার সম্পত্তির মাত্রাও। লাখে না কোটিতে, তাঁর সম্পত্তির পরিমাণ এর কথা শুনলে চমকাতে হয়। একেই দীর্ঘদিন ভোজপুরী ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। অর্থ যে রোজগার করেছেন সেকথা অজানা না। 

স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে কত টাকার মালিক তিনি? 

১৪.৯৬ কোটি টাকার স্থাবর এবং ২০.৭০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁর। যদিও এর মধ্যে খানদানি তরফে প্রায় আড়াই কোটির সম্পত্তি রয়েছে। তাঁর স্ত্রী প্রীতি শুক্লার ৪.২৬ কোটির সম্পত্তি রয়েছে। 

আরও পড়ুন - Kangana Ranaut: একের পর এক ফ্লপ ছবি-দেনাগ্রস্থ! মান্ডি নির্বাচনে জিতলেই বলিউডে ইতি টানছেন কঙ্গনা?

কত সোনা রূপা রয়েছে? 

হিসেবের খাতা খুললে দেখা যাচ্ছে, বেশ অনেক মাত্রায় সোনা রুপোর গয়না রয়েছে তাঁর। ৩১৮ গ্রাম সোনা রয়েছে তার। যার দাম ৯লক্ষ টাকার বেশি। এছাড়া রয়েছে বিলাসবহুল অনেকগুলো গাড়িও। মুম্বাই থেকে গোরখপুর তাঁর সর্বমোট ১১টি বাড়ি আছে। 

তাঁর গাড়ির কালেকশনের মধ্যে মার্সিডিজ বেঞ্জ এবং বি এম ডাব্লিউ, জাগুয়ার, ফর্চুনার রয়েছে। এছাড়াও তার প্রায় ১কোটি ৬৮ লক্ষের দেনা রয়েছে। 

bollywood Ravi Kishan Entertainment News
Advertisment