Advertisment
Presenting Partner
Desktop GIF

লকডাউন! আপাতত স্থগিত রক্ত রহস্য-র মুক্তি

আগামী ২০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল সৌকর্য ঘোষাল পরিচালিত রক্ত রহস্য-র মুক্তি। কিন্তু লকডাউনের কারণেই পিছিয়ে গেল তা। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের তরফেই জানানো হয়েছে এ কথা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

‘রক্ত রহস্য’- ছবিতে কোয়েলের ফার্স্টলুক।

করোনার প্রভাবে সারা দেশ লকডাউনে। সমস্ত কাজ স্তব্ধ। যে কোনও সামাজিক জমায়েত, থিয়েটার, সিনেমাহল সব বন্ধ। মানুষ ঘরের বাইরে বেরোতে পারছেন না। এই অনিশ্চয়তার পরিস্থিতিতে নতুন কোনও সিনেমা মুক্তিরও কোনও সম্ভবনা নেই। ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছে টনিক, ধর্মযুদ্ধের মতো ছবির রিলিজ। এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল রক্ত রহস্য-র মুক্তি।

Advertisment

আগামী ২০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল সৌকর্য ঘোষাল পরিচালিত রক্ত রহস্য-র মুক্তি। কিন্তু লকডাউনের কারণেই পিছিয়ে গেল তা। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের তরফেই জানানো হয়েছে এ কথা।

সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চে এসেছিলেন কোয়েল মল্লিক। মা হতে চলেছেন তিনি। সদ্য জানিয়েছেন মা হতে চলেছেন। এই অবস্থাতেও ছবির প্রচারে সাংবাদিকদের সামনে আসতে এতটুকু দ্বিধা করেননি নায়িকা।

2, 2020

আগেই জানা গিয়েছিল ইমোশনাল থ্রিলার এই ছবি। গোটা ছবিটাই একজনের ইমোশনাল টানাপোড়েনের ওপর তৈরি। জীবনকে একটা উত্তর দিতে না পারায়, অপেক্ষা করেছিল সঠিক সময়ের। এই জার্নিটাই ‘রক্ত রহস্য’।

শোয়ের মাঝখানে একটা ফোন, সমস্ত জীবনটা ওলোট-পালট করে দেয় স্বর্ণজা’র। কিন্তু কীভাবে? সেই রহস্য-রোমাঞ্চের চিত্রনাট্যটাই বুনেছেন পরিচালক সৌকর্য ঘোষাল। ‘রক্ত রহস্য’-এ কোয়েলের সম্পর্কে পরিচালক বলেছিলেন, “কোয়েল ছাড়া এই চরিত্রটার জন্য অন্য কাউকে খুঁজে পাই নি। ছবিটা দেখলে আপনাদেরও মনে হবে, কোয়েল ছাড়া ছবিটা করলে অসুবিধে হত।”

করোনার প্রভাবে বিপর্যস্ত জনজীবন। সে কারণেই কিছুটা সঙ্গত কারণেই পিছিয়ে দেওয়া হল ছবির মুক্তি।

Bengali Cinema koel mallick
Advertisment