Advertisment
Presenting Partner
Desktop GIF

সন্তানদের পড়াশুনা আর আমার স্কচের খরচ জোগাতে অনেক পরিশ্রম করেছি: রণধীর কাপুর

Kareena Kapoor: তিনি দাবি করেছিলেন, ‘এখনকার অভিনেতা-অভিনেত্রীদের পয়সা উপার্জন অনেক বেশি সহজ।‘

author-image
IE Bangla Web Desk
New Update
randhir

Kareena Kapoor:  সংসার চালাতে একটা সময় বেশ প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল। ৬ বছর আগের এক সাক্ষাৎকারে এমন দাবি করেছিলেন রণধীর কাপুর। সেই সাক্ষাৎকারেই তিনি দাবি করেছিলেন, ‘এখনকার অভিনেতা-অভিনেত্রীদের পয়সা উপার্জন অনেক বেশি সহজ।‘ তাঁর ছয় বছর আগের সেই সাক্ষাৎকার নিয়ে সম্প্রতি চর্চা তুঙ্গে।

Advertisment

রেডিফকে দেওয়া সেই সাক্ষাৎকারে প্রবীণ এই অভিনেতা বলেছিলেন, ‘আমাকে সন্তানদের পড়াশুনার খরচ বইতে বেশ পরিশ্রম করতে হয়েছে। যদি আমি আবার যৌবনে ফিরতে পারতাম। এখনকার অভিনেতা-অভিনেত্রীরা কত উপার্জন করে। কিন্তু আমাদের অর্থ উপার্জন করতে বেশ পরিশ্রম করতে হয়েছিল।‘ এখানেই শেষ নয় তাঁর দাবি ছিল, ‘সন্তানদের পড়াশুনার খরচ, বিদ্যুৎ বিল, আমার স্কচ, ববিতার হাত খরচা সব আসত শুধু অভিনয়ের উপার্জন থেকে।‘

করিশ্মা কাপুরের ইনস্টাগ্রাম পোস্টে সদ্যোজাত করিনা কাপুর:

রণধীর কাপুরের মন্তব্য, ‘এখনকার অভিনেতারা চিত্রনাট্য বাছাই করে। কিন্তু বিজ্ঞাপন এবং প্রচার কর্মসূচি থেকে অনেক উপার্জন করেন। এখনকার তারকারা ছবি বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি রক্ষণশীল। তাঁরা হয়তো একটা ছবি করল, বাকি টাকা বিজ্ঞাপন থেকে উপার্জন করেন। কিন্তু আমরা বছরে একটা ছবি করার কথা ভাবতেই পারতাম না। যদি তা করতাম তাহলে সংসার এবং আনুষঙ্গিক চালানোর পয়সা জোগাড় হতো না।‘  

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামেপড়তে থাকুন

Karishma Kapur Kareena Kapur Khan
Advertisment