বাংলা সংস্কৃতি জগতে শোকের ছায়া। প্রখ্যাত বাচিক শিল্পী, আবৃত্তিকার প্রদীপ ঘোষের জীবনাবসান। শুক্রবার ভোর রাতে যোধপুর পার্কে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটবার্তায় তিনি জানিয়েছেন, 'বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি প্রদীপ ঘোষের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'
নেশা ও ভালোলাগা আবৃত্তি হলেও আগাগোড়াই রাজ্য সরকারি কর্মী ছিলেন প্রদীপ ঘোষ। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগে যুগ্ম তথ্য অধিকর্তা হিসাবে দক্ষতার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, উপসর্গহীন করোনা সংক্রমিত ছিলেন প্রদীপবাবু।
প্রদীপ ঘোষের কন্ঠে কাজী নজরুল ইসলামের ‘আমার কৈফিয়ৎ’ বা বুদ্ধদেব বসুর ‘জোনাকি’-র মতো কবিতা চির স্মরণীয় হয়ে থেকে গেল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন