এবছর কেবিসি-র অ়ডিশন পুরোটাই হবে অনলাইনে। দিনকয়েক আগে এমনই একটি ঘোষণা করা হয়েছিল সোনি টিভি-র পক্ষ থেকে। অডিশনের প্রথম ধাপ হল রেজিস্ট্রেশন। জানা গিয়েছে, রেজিস্ট্রেশন শুরুর দিনে মোট এন্ট্রির সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। নির্মাতারা তো অভিভূত বটেই, তাঁদের মতে, এই শোয়ের অংশগ্রহণ ৩৬০ শতাংশ বেড়ে গিয়েছে।
কিছুদিন আগেই অনলাইন অডিশনের কথা ঘোষণা করে সোনি টিভি। অমিতাভ বচ্চন তাঁর একটি ভিডিও বার্তায় আহ্বান জানান রেজিস্ট্রেশনের। গত ৯ মে থেকে শুরু করে আগামী ২২ মে পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে, এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু নির্মাতারা ভাবতে পারেননি যে একদিনে এত সংখ্যক রেজিস্ট্রেশন হবে।
আরও পড়ুন: চলতি বাংলা ধারাবাহিক বন্ধ করে ডাবিং করা সিরিয়াল নয়! বিক্ষুব্ধ টেলিজগৎ
রেজিস্ট্রেশন শুরুর প্রথম দিনেই ২.৫ কোটি জন এন্ট্রি করেছেন বলে জানা গিয়েছে। একদিনে এই সংখ্যা তো রেকর্ড বটেই, যদি প্রত্যেকদিনের রেজিস্ট্রেশন ডেটা যোগ করা হয় তবে সংখ্যাটি আরও কয়েক গুণ বাড়বে। এখনও পর্যন্ত অবশ্য ঘোষণা করা হয়নি যে ঠিক কবে এই শোয়ের কাজ শুরু হতে পারে।
দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের একটা বড় অংশ পেশাগত অনিশ্চয়তায় ভুগছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই রিয়্যালিটি শো-কে স্বপ্নপূরণের পথে একটি পদক্ষেপ, এভাবেই তুলে ধরতে চাইছেন নি্র্মাতারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন