/indian-express-bangla/media/media_files/2025/11/03/rekha-2025-11-03-18-00-08.jpg)
কী এমন করতেন রেখা?
/indian-express-bangla/media/media_files/2025/11/03/r1-2025-11-03-18-00-37.jpg)
বলিউডের সব চর্চিত নায়িকাদের মধ্যে যদি প্রথম কোনও নাম আসে, তবে তিনি রেখা। শুধু তাই নয়, তাঁকে নিয়ে নানা রহস্য আজও জিইয়ে রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/r5-2025-11-03-18-00-55.jpg)
রেখা সবসময় শাড়ি-ই পড়েন। খুব কম সময়ে তাঁকে দেখা যায় সালোয়ার পরিহিত অবস্থায়। তবে, দক্ষিণী শাড়িতেই তাঁকে দেখা যায় বেশিরভাগ সময়।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/r3-2025-11-03-18-01-19.jpg)
সেজেগুজে তিনি হাজির হন। মাথায় ফুল দিতে তাঁর ভুল হয় না। কিন্তু আজও রেখাকে নিয়ে বেশ কিছু রহস্য রয়েছে। যার মধ্যে একটি, তিনি সিঁদুর কেন পড়েন।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/r6-2025-11-03-18-01-42.jpg)
তবে, তাঁর আরেকটি গোপন কাজ নিয়েও একবার বড় তথ্য ফাঁস করেছিলেন, মনীশা কৈরালা। কী এমন করতেন রেখা? মনীশা রেখায় মুগ্ধ। তাঁর শিল্পী-স্বত্বা যেন আকর্ষণ করতে মনীশাকে।
/indian-express-bangla/media/media_files/2025/11/03/r2-2025-11-03-18-02-31.jpg)
ভোর ৪টেয় উঠে কী করতেন রেখা? যা তাঁকে সব নায়িকাদের থেকে আলাদা করত। অশোক মেহতা একবার মনীশাকে বলেছিলেন...
/indian-express-bangla/media/media_files/2025/11/03/r4-2025-11-03-18-02-59.jpg)
তুমি জানো না রেখাকে। ও ভোর ৪টেয় উঠে আগে রেওয়াজ করে। তারপর, নিজের নাচ প্র্যাকটিস করে সেটে আসত। ও আলাদাই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us