Advertisment
Presenting Partner
Desktop GIF

ঐশ্বর্যা-আরাধ্যার সঙ্গে সেলফি রেখার! 'অমিতাভ-জয়াকে জ্বালানোর জন্য?' ঠাট্টা নেটপাড়ার

অমিতাভের সরস হাসি! অগ্নিশর্মা জয়ার অবতার টেনে খিল্লি নেটদুনিয়ার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rekha, Amitabh Bachchan, Rekha Amitabh, Aishwarya Rai Bachchan, Aaradhya, Rekha Aishwarya, NMACC, Manish Malhotra, Jaya Bachchan, Amitabh Jaya, Nita Mukesh, Bollywood news, ঐশ্বর্যা রাই বচ্চন, রেখা, রেখা ঐশ্বর্যা রাই বচ্চন, আরাধ্যা, রেখা অমিতাভ, জয়া বচ্চন, অমিতাভ জয়া, মনীশ মালহোত্রা, নীতা মুকেশ আম্বানি, বলিউডের খবর

রেখার সঙ্গে আরাধ্য-ঐশ্বর্যা, জয়া-অমিতাভকে নিয়ে ব্যঙ্গ নেটপাড়ার

আম্বানিদের অনুষ্ঠানে ঐশ্বর্যা রাই বচ্চন, আরাধ্যাদের সঙ্গে মুখোমুখি রেখা। একসঙ্গে ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দিলেন তাঁরা। পুরনো প্রেমিক অমিতাভ বচ্চনের নাতনিকে আদরে ভরিয়ে দিতেও দেখা গেল কিংবদন্তী সুন্দরী রেখাকে। আর রেখার সঙ্গে শ্বশুরমশাই বিগ বি-কে জড়িয়ে যতই পাঁচ কথা হোক না কেন, ঐশ্বর্যা কিন্তু এদিন রেখাকে এড়িয়ে গেলেন না, বরং হাসিমুখে একফ্রেমে ধরা দিলেন প্রবীণ অভিনেত্রীর সঙ্গে। আর সেই বিরল ফ্রেমই এখন নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে।

Advertisment

রেখা-অমিতাভের প্রেমকাহিনী আজও বলিপাড়ার মুখরোচক গসিপ। অতঃপর দুই তারকার মধ্যে কোনওরকম যোগ-সংযোগ দেখলেই, তা নিয়ে মশকরা করতে ছাড়েন না নেটিজেনরা। সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিল গোটা বলিউড। সপরিবারে শাহরুখ-গৌরী, সলমন খান, রণবীর-দীপিকা, করণ জোহর, সোনম কাপুর থেকে নিক-প্রিয়াঙ্কা.. এমনকী বাদ যাননি হলিউড তারকারাও। সেখানেই সবুজ-ঘিয়া রঙের কাঞ্জিভরম পরে নজর কাড়েন সালঙ্কারা রেখা।

বচ্চন-বধূ ঐশ্বর্যা এবং অমিতাভের আদুরে নাতনি আরাধ্যার সঙ্গে দেখা গেল হাসিমুখেই কুশল-মঙ্গল বিনিময় করলেন রেখা। সঙ্গে ছিলেন ডিজাইনার মনীশ মালহোত্রাও। তিনি নিজেই এই বিরল মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দি করেন নিজস্বীতে। এছাড়া পাপ্পারাজিদের আবদারেও একসঙ্গে ছবি তুললেন ঐশ্বর্যা, আরাধ্যা ও রেখা, মনীশ। যে ছবি এখন নেটপাড়ায় ঝড় তুলে দিয়েছে। কেউ কেউ তো আবার অমিতাভ-জয়াকে টেনে রসিকতা করতেও ছাড়লেন না।

<আরও পড়ুন: ছবি বিকৃত করে ভয়ঙ্কর ‘অশ্লীল’ হুমকি! প্রযোজকের বিরুদ্ধে ‘ইম্পা’য় অভিযোগ স্বস্তিকার>

রেখাকে দেখা গেল আরাধ্যাকে জড়িয়ে ধরে ছবি তুলতে। সেই ছবি মিম বানিয়ে কারও মন্তব্য, অমিতাভ-জয়ার মধ্যে ঝামেলা বাঁধানোর জন্যই কি এই ছবি? কেউ বা আবার বললেন, পিরনো প্রেমিকের নাতনিকেই নিজের নাতনির মতো আদর করলেন রেখা। কেউ বা আবার অমিতাভ বচ্চনরে সরস ছবি শেয়ার করে তার সঙ্গে জুড়ে দিলেন জয়া বচ্চনের অগ্নিশর্মা অবতার। এককথায়, এই ফ্রেম এখন নেটপাড়ায় হইচই ফেলে দিয়েছে।

amitabh bachchan Jaya Bachchan manish malhotra Aishwarya Rai Bachchan bollywood Bollywood News Mukesh Ambani nita ambani Entertainment News
Advertisment