ইন্ডাস্ট্রিতে কিছু কিছু সম্পর্ক এমনভাবে দানা বাঁধে, যে না চাইতেও সেসব কথা প্রকাশ পেয়ে যায়। আর অমিতাভ এবং রেখার সম্পর্ক তো অনেকেই জানতেন। এমনকি কানাঘুষো শোনা গিয়েছিল, অমিতাভ এবং রেখা নাকি বিয়েও করতে চলেছেন।
অন্যদিকে, জয়া বচ্চন একদম ভিন্ন ধরনের মানুষ। অমিতাভ বচ্চনের আইনত বিয়ে করা স্ত্রী তিনি। ফলে, রেখার সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতা একেবারেই পছন্দ ছিল না তাঁর। 'মুকাদ্দর কা সিকন্দর' ছবিতে রেখার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন অমিতাভ। আর সেই দেখেই জয়া যা করেছিলেন, রেখা ভোলেননি। এই ঘটনার পরই বিগ না জানিয়ে দেন, তিনি আর রেখার সঙ্গে কাজ করবেন না।
অভিনেত্রী বলেন, ট্রায়াল শো ছিল 'মুকাদ্দর কা সিকন্দর' ছবির। সেখানে জয়া এবং অমিতাভের বাবা মা সকলেই ছিলেন। আমি দেখলাম একদম সামনে রোতে বসে রয়েছেন জয়া। আর উনি তাঁর বাবা মাকে নিয়ে পিছনে বসে রয়েছেন। আমি জয়াকে পরিষ্কার দেখতে পারছিলাম। ওরা পারছিল না। যেটা না বললেই নয়, আমি দেখলাম আমাদের ঘনিষ্ঠ দৃশ্য দেখে জয়ার চোখে জল।
আর সেই ট্রায়াল স্ক্রিনিং এর পরেই মাথায় বাজ পড়ল রেখার। তিনি জানতে পারলেন, যে অমিতাভ জানিয়ে দিয়েছেন আর তাঁর সঙ্গে তিনি কাজ করবেন না। রেখা বলেন, "একটা সপ্তাহ পর আমি একদম নিশ্চিত হয়ে গেলাম যে, উনি সত্যিই প্রযোজকদের জানিয়ে দিয়েছেন যে আমার সঙ্গে কাজ করবেন না।" রেখার কোনোদিন রাগ হয়েছিল জয়ার ওপর? অভিনেত্রী অনেকবছর পর সিমি গারেওয়ালের শোয়ে এটুকু জানান, জয়া তাঁর কাছে দিদি।
তিনি বলেন, "দিদিভাই অনেক বেশি পরিণত। আমি এমন কোনও মহিলাকে দেখিনি যার এতটা মর্যাদা আছে। উনি খুব ক্লাসি। অনেক শক্তি আছে ওর। আমি ওই মানুষটির প্রশংসা করি। আমরা একই বিল্ডিংয়ে থাকতাম। উনি আমার দিদিভাই, আগেও ছিলেন এখনো আছেন। আমাদের মধ্যে গুজব ছড়ানোর আগে ভাল যোগাযোগ ছিল। বাকিটা মিডিয়া অগোছালো করেছে।"
উল্লেখ্য, একথা ঠিক তারপর আর দুজনে একসঙ্গে কাজ করেননি। বলা বাহুল্য, কোনও আওয়ার্ড শোয়ের মঞ্চে তাঁদের দেখা হলে একে অপরকে এড়িয়েই যান।